পরিবেশ সম্পর্কে গণ-সচেতনতা রক্ষার জন্যে চীন তাত্ক্ষনিকপরিবেশ তথ্য প্রকাশেরব্যবস্থা প্রতিষ্ঠা করবে ।
চীনের রাষ্ট্রীয় পরিবেশ রক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ৬ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , সংশ্লিষ্ট ইউনিট বা দায়িত্বশীল ব্যক্তিদের তাত্ক্ষনিক পরিবেশ তথ্য জানার এক ঘন্টার মধ্যে স্থানীয় সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে এবং অবিলম্বে ঘটনাস্থলে তদন্ত চালাতে লোক পাঠাতে হবে । জরুরী অবস্থায় সরাসরি রাষ্ট্রীয় পরিষদ অথবা পরিবেশ রক্ষা প্রশাসনের কাছে রিপোর্ট পাঠাতে পারে । তাত্ক্ষনিক পরিবেশ জরুরীভাবে মোকাবেলার সময়ে স্থানীয় সরকারকে সময়োচিতভাবে প্রতিবেশী এলাকা এবং সম্ভাব্য দুর্গতএলাকার কাছে সংশ্লিষ্ট তথ্য জানাতে হবে ।
এই দায়িত্বশীর ব্যক্তি জোর দিয়ে বলেছেন , যে ইউনিট বা ব্যক্তি আকস্মিক পরিবেশ ঘটনা সম্পর্কে মিথ্যা বলেন বা ঘটনার বাস্তবতা ঢেকে রাখার চেষ্টা করেন , তাদের কড়াকড়িভাবে শাস্তি দিতে হবে ।
|