v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-06 16:22:42    
৩০ জানুয়ারী -- ৫ ফেব্রুয়ারী, ২০০৬

cri
 *** এ বছর পেইচিংয়ে আতসবাজি পোড়ানোর ঐতিহ্য পুনরুদ্ধার হয়েছে এবং নানা ধরনের আনন্দ মেলা আয়োজিত হয়েছে । নববর্ষের প্রথম প্রহরে বর্ণাঢ্য আতশবাজির আলোকচ্ছটায় আলোকিত হয়ে ওঠে পেইচিংয়ের রাতের আকাশ। সাংহাই শহরে বসন্ত উত্সবের ছুটিতে দোকানগুলো খোলা ছিল , বিভাগীয় বিপনীগুলোতে লাল রঙের লন্ঠন ঝুলানো হয় । উত্তর- পূর্ব চীনের হেই লুং চিয়াং প্রদেশের তুষার ও বরফ হাজার হাজার পর্যটককে আকর্ষণ করেছে । তিব্বত স্বায়তশাসিত অঞ্চল সরকার ছিংহাই -তিব্বত রেল পথের নির্মাণ অঞ্চলে একটি প্রীতি সম্মিলনী আয়োজন করেছে , এতে পাঁচ হাজারেরও বেশী রেল শ্রমিক অংশ নিয়েছেন । হংকংয়ে ২৯ জানুয়ারী সন্ধ্যায় ফুলের গাড়ীর শোভাযাত্রা আয়োজিত হয়েছে । স্পেন ,ইতালি ও দক্ষিণ কোরিয়ার শিল্পীরা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন , হংকংয়ের মোট এক লক্ষ নাগরিক ফুলের গাড়ীর শোভাযাত্রা দেখেছেন ।

 ৩০ জানুয়ারী নরওয়ের অস্লোতে প্রবাসী চীনা আর চীনা ছাত্রছাত্রীরা বসন্ত উত্সব উপলক্ষে প্রীতি-সম্মিলনীর আয়োজন করেছে। প্রীতি-সম্মিলনীতে আগাগোড়াই সৌহার্দ্যপূর্ণ আর আনন্দময় পরিবেশ বিরাজমান ছিল ।

 গত কয়েক দিনে ডেনমার্কের বেশ কয়েক শহরে ডেনমার্কের প্রবাসী চীনা সমিতি , চীনা ছাত্র ফেডারেশন আর স্থানীয় প্রবাসী চীনা মহল বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ।

 তা ছাড়া তিউনিসিয়া , ভেনিজুয়েলা , ইন্দোনেশিয়া প্রভৃতি প্রবাসী চীনা অধ্যুষিত বড় ও মাঝারি শহরগুলোতে উত্সবের আনন্দপূর্ণ আর উত্সাহব্যঞ্জক পরিবেশও বিরাজমান ছিল ।

 *** ২৯ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত চীনের বসন্ত উত্সবের সময়ে সারা দেশে সমাজের ভোগ্য পণ্যের মোট খুচরা মূল্য ১৯০ বিলিয়ন ইউয়ানের কাছাকাছি হয়েছে । এটা গত বছরের চেয়ে শতকরা ১৫.৫ ভাগ বেড়েছে ।

চলতি বছর চীনের অভ্যন্তরে বসন্ত উত্সবের বাজারগুলোতে প্রচুর পণ্যদ্রব্য সরবরাহ করা হয় এবং কেনাবেচা সরগরম হয়ে উঠে । বিরাট সংখ্যক কৃষি শ্রমিক শহর থেকে গ্রামের বাড়িতে গিয়ে গ্রামাঞ্চালের ভোগ্য পণ্যের বাজারে প্রাণশক্তি যুগিয়েছে ।

 বসন্ত উত্সবের সময়ে চীনের রেস্তোরাবাজার বেশ সরগরম ছিল । রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করা এখন চীনাদের বসন্ত উত্সব পালনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে । কেনাকাটা ও খাওয়া-দাওয়া ছাড়া শরীর চর্চা , উষ্ণপ্রস্রবনে স্নান করাও অনেকের মধ্যে সমাদর পেয়েছে ।

 ** * ২ ফেব্রুয়ারী ভোরে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি বস্তি এলাকায় অগ্নিকান্ড ঘটেছে, ফলে ৭০০টি বস্তিঘর ভস্মিভূত হয়েছে ।এতে প্রায় ৩০০০ লোক বাড়িঘর হারিয়েছে।

জানা গেছে, এবারকার অগ্নিকান্ড ঢাকার পশ্চিমাঞ্চলের একটি জনবহুল বস্তি এলাকায় ঘটেছে, সেখানে প্রধানত রিকশাওয়ালা ইত্যাদি দরিদ্র লোকেরা বাস করে থাকে । অগ্নিকান্ডের উত্স হচ্ছে একটি রান্নাঘর। সেখানে অধিকাংশ বস্তিঘর বাঁশ ও প্ল্যাস্টিক কাপড় দিয়ে নির্মিত হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । অগ্নি নির্বাপক বিভাগ মোট ১০টি অগ্নি নির্বাপক গাড়ী ব্যবহার করে ৩ ঘন্টার বেশী সময় ধরে আগুন নেভায় ।

 *** আফগানিস্তান বিষয়ক দু'দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ১ ফেব্রুয়ারী লন্ডনে সমাপ্ত হয়েছে । সম্মেলনে বিশ্ব সমাজ আফগানিস্তানের পুনর্গঠনে সাড়ে ১০ বিলিয়ন মার্কিন ডলারের অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ।

 বিশ্বের ৭০টিরও বেশি দেশ আর ৪০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন । সম্মেলনে আগামী পর্যায়ে আফগানিস্তানের পুনর্গঠনকে কেন্দ্র করে আলোচনা করা হয়েছে। খবরে প্রকাশ , সাড়ে ১০ বিলিয়ন মার্কিন ডলারের অনুদান প্রধানতঃ আফগানিস্তানে দারিদ্র্য বিমোচন , নিরাপত্তা অবস্থা উন্নত করা আর মাদক নিয়ন্ত্রনের ক্ষেত্রে ব্যবহার করা হবে ।

 সম্মেলনের অংশগ্রহণকারী চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং প্রতিশ্রুতি দিয়েছেন, চীন ২০০৬ সালে আফগানিস্তানকে ৮ কোটি ইউয়ান রেনমিনপি অপরিশোধনীয় ঋণ-সহায়তা দেবে।

 সম্মেলনে গৃহীত আফগানিস্তান প্রটোকলে পরবর্তী ৫ বছরে বিশ্ব সমাজ আর আফগানিস্তানের সহযোগিতার জন্য কাঠামো নির্ধারণ হয়েছে।

 *** পাকিস্তান ও ভারতের সরকারী প্রতিনিধিরা ৩১ জানুয়ারী ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর করে দু'দেশের মধ্যে চল্লিশাধিক বছর ধরে বিচ্ছিন্ন থাকা রেল পরিবহন পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছেন।

 দু'পক্ষের প্রকাশিত যুক্ত বিবৃতি অনুযায়ী, পাকিস্তানের সিন্ধু প্রদেশের খোকরাপাড় থেকে ভারতের রাজস্তান রাজ্যের মুনাবাও পর্যন্ত রেল পরিবহন ১৮ ফেব্রুয়ারী পুনরায় শুরু হবে। এই রেল লাইন ১৯৬৫ সাল থেকে বন্ধ রয়েছে।

 প্রথম রেলগাড়ি পাকিস্তান থেকে রওনা হবে, তারপর সপ্তাহে একবার করে আসা যাওয়া হবে। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতা মুসতাক খান জাদোন বলেছেন, প্রতিটি রেলগাড়ি প্রায় ১০০০ জন যাত্রী পরিবহন করবে।

 *** আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদের জরুরী সম্মেলন ২ ফেব্রুয়ারী সকালে ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পক্ষ ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা করেছে এবং যার যার অধিষ্ঠান ব্যাখ্যা করেছে। পূর্ব নির্ধারিত একদিনের সম্মেলন আরেক দিন বাড়ানো হয়েছে।

 আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাস্থ মার্কিন রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়ন পক্ষ থেকে জার্মানীর প্রতিনিধি উভয়ে ইরানের পারমাণবিক সমস্যা নিরাপত্তা পরিষদের কাছে উত্থাপন করার দাবি জানিয়েছেন। তবে এটি কূটনৈতিক প্রচেষ্টা পরিহার করার প্রতীয়মান নয়, শান্তিপূর্ণভাবে বহুপাক্ষিক ব্যবস্থায় এ সমস্যা সমাধান করা যায়।

 আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাস্থ ইরানের প্রতিনিধি বলেছেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে পুরোপুরি সহযোগিতা চালাতে থাকবে। তবে পরিষদ ইরানের পারমাণবিক সমস্যা নিরাপত্তা পরিষদের কাছে উত্থাপন করার সিদ্ধান্ত নিলে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থারসঙ্গে সহযোগিতা বন্ধ করবে।

 এর আগের দিনে ই ইউ'র পক্ষ থেকে ফ্রান্স , জার্মানী আর ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পরিষদ অর্থাত্ আই এ ই এ'র সদস্যদের কাছে ইরানের পরমাণু সমস্যা বিষয়ক খসড়া প্রস্তাব বিলি করেছে। এই খসড়া প্রস্তাব অনুযায়ী , জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে ইরানের পরমাণু সমস্যা দাখিল করা হবে ।

 খসড়া প্রস্তাবে ইরানের উদ্দেশ্যে সাময়িকভাবে ইউরেনিয়ামের ঘনীভূতকরণ সম্পর্কিত তত্পরতা বন্ধ করা আর হেভি ওয়াটার পরীক্ষার রি-এক্টার নির্মাণ না করার দাবি জানানো হয়েছে ।

 ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ ৩ ফেব্রুয়ারী দক্ষিণ ইরানের বুশেরে বলেছেন, ইরান পারমাণবিক তত্পরতা পরিহার করবে না। ইরান তার প্রতি পারমাণবিক তত্পরতা পরিহার করার দাবি জানানোর দেশগুলোর অধিষ্ঠান গ্রহণ করতে পারে না। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক তত্পরতা পুরোপুরি স্বচ্ছ। ইরান আন্তর্জাতিক আইনের কাঠামোতে কাজ করে।

 *** ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ৪ ফেব্রয়ারি গাজায় হামাসের নেতাদের সঙ্গে আইন পরিষদের নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন। দু'পক্ষ সংসদ গঠন এবং ফিলিস্তিন ও ইসরাইলের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন।

 হামাসের সামি আবু জুহরি বৈঠকের পর সংবাদদাতাকে জানিয়েছেন, আব্বাস ও হামাস নেতারা একমত হয়েছে যে, ১৬ ফেব্রুয়ারি গাজা ও রামাল্লাহে নব নির্বাচিত আইন পরিষদের প্রথম সম্মেলন আয়োজিত হবে। তা হলো নব-নির্বাচিত আইন পরিষদ আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার প্রতীক।

 জুহরি আরো বলেছেন, ফিলিস্তিন আইন পরিষদে বিজয়ী হওয়ার পর হামাস অবিলম্বে ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে ব্যাপক আলোচনা চালিয়ে সংসদ গঠন ইত্যাদি ব্যাপার নিয়ে মত বিনিময় করছে।

 *** ২ ফেব্রুয়ারী মিশরের সালাম ৯৮ নামক জাহাজ লোহিত সাগরে ডুবে গেছে। গত কাল পর্যন্ত মিশরের লোহিত সাগরে উদ্ধার কাজ চলছিল। উদ্ধারকারীরা যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছেন, যাতে যত বেশি লোককে জীবিত উদ্ধার করা যায়। কিন্তু এখনো নিখোঁজ লোকদের জীবিত উদ্ধার পাওয়ার সম্ভাবনা খুব কম, প্রায় ১০০০ লোক লোহিত সাগরে মারা গেছে। এটা হচ্ছে চলতি বছরে সবচেয়ে গুরুতর একটি সামুদ্রিক দুর্ঘটনা। মিশর পক্ষের প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, জাহাজে অগ্নিকান্ড হয়েছিলো। তা নিভিয়ে ফেলার সময়ে জাহাজের ভেতরে বেশি পানি দেওয়ায় জাহাজটি ভারসম্যহীন হয়ে সমুদ্রে ডুবে যায়।

 *** ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাউলোয় ৪ ফেব্রয়ারী দুপুরে পদদলিত হয়ে কমপক্ষে ৩জন নিহত আর ৩৩ জন আহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর ।

 সাও পাউলো সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি সাও পাউলোর একটি বড় সুপার্মার্কেটের গাড়ি পার্কিং এলাকায় ঘটেছে। "গ্রুপ আর.বি.ডি" নামক একটি ব্যান্ড ব্রাজিলে তাদের ফ্যানদের জন্য নাম স্বাক্ষর করছিলো, ২ হাজার লোক ধারণের গাড়ি পার্কিং এলাকায় ৫ হাজার লোক ঢুকার জন্য ধাক্কাধাক্কি শুরু করে, এর মধ্যে বেশীর ভাগ হলো শিশু ও যুবকযুবতী।

 জানা গেছে, মঞ্চ ও জনগণের মধ্যে বেড়া ভেঙে যাওয়ায় পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে।