চলতি বছর চীনের কেন্দ্রীয় ব্যাংক_চীনের গণ ব্যাংক প্রথমে সাংহাইয়ের পুতোং-এ পরীক্ষামূলকভাবে অল্প পরিমান বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা স্থাপন করবে। এতে অব্যাহতভাবে পুতোংয়ের সার্বিক বৈশ্লেষিক সংস্কার ত্বরান্বিত হবে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ৫ ফেব্রুয়ারী সংবাদদাতাকে এ সব কথা বলেছেন। তিনি বলেছেন, যথাযথভাবে অল্প পরিমান বিদেশি মুদ্রার বিনিময় বাজারের বুনিয়াদী ভূমিকা উন্নীত হবে।
বর্তমানে অল্প পরিমান বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা স্থাপনের নিয়ম তৈরি করা হচ্ছে।
পুতোং পূর্ব সাংহাইয়ে অবস্থিত। ১৯৯০ সাল থেকে এর উন্নয়ন এবং উন্মুক্তকরণ শুরু হয়। বর্তমানে সাংহাইয়ের নতুন উন্নত প্রযুক্তি শিল্প ও আধুনিক শিল্পের ঘাঁটি পুতোং সাংহাইয়ের নতুন অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্রে পরিণত হয়েছে।
|