সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় একটি বিবৃতিতে সিরিয়ার বিক্ষোভকারী কতৃক ৪ ফেব্রুয়ারী দামেস্কস্থ ডেনমার্ক ও নরওয়ের দূতাবাসে অগ্নিসংযোগের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। এর সঙ্গে সঙ্গে সিরিয়াস্থ কূটনৈতিকদের নিরাপত্তা রক্ষার সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ডেনমার্ক ও নরওয়ের কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত ইসলাম ধর্ম প্রবর্তক মহানবী হযরত মোহাম্মদের প্রতি অবমাননাকর ব্যঙ্গ চিত্র নিয়ে সিরিয়ার সরকার জনগণের ক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। তবে জাতীয় আইন এবং শৃঙ্খলা লঙ্ঘন করার তত্পরতা মানতে পারে না। বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়া সরকার দামেস্কস্থ কূটনৈতিকদের জন্য আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
|