২৯ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত চীনের বসন্ত উত্সবের সময়ে সারা দেশে সমাজের ভোগ্য পণ্যের মোট খুচরা মূল্য ১৯০ বিলিয়ন ইউয়ানের কাছাকাছি হয়েছে । এটা গত বছরের চেয়ে শতকরা ১৫.৫ ভাগ বেড়েছে ।
চলতি বছর চীনের অভ্যন্তরে বসন্ত উত্সবের বাজারগুলোতে প্রচুর পণ্যদ্রব্য সরবরাহ করা হয় এবং কেনাবেচা সরগরম হয়ে উঠে । বিরাট সংখ্যক কৃষি শ্রমিক শহর থেকে গ্রামের বাড়িতে গিয়ে গ্রামাঞ্চালের ভোগ্য পণ্যের বাজারে প্রাণশক্তি যুগিয়েছে ।
বসন্ত উত্সবের সময়ে চীনের রেস্তোরাঁ বাজার বেশ সরগরম ছিল । রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করা এখন চীনাদের বসন্ত উত্সব পালনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে । কেনাকাটা ও খাওয়া-দাওয়া ছাড়া শরীর চর্চা , উষ্ণপ্রস্রবনে স্নান করাও অনেকের মধ্যে সমাদর পেয়েছে ।
|