পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মির শোয়েব নোশেরওয়ানি ৪ ফেব্রুয়ারী বলেছেন যে , সরকার যুদ্ধপ্রিয় ব্যক্তিদের ধ্বংসাত্মক তত্পরতা সহ্য করবে না । যদি তারা এই প্রদেশের জনগণের ওপর অব্যহাতভাবে হিংসাত্মক তত্পরাতা চালায় , তাহলে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে ।
নোশেরওয়ানি বলেছেন , চলতি মাসের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত কিছু সশস্ত্র ব্যক্তি আলাদা আলাদা স্থানে বালোচিস্তান প্রদেশের রাজধানী কুয়েতার ৩ শো কিলোমিটার পূর্বের দেরা বুগতির ওপর ১০০টি রকেট আর ১৫০টি মর্টার নিক্ষেপ করেছে , এতে একজন সৈন্য আহত হয়েছে আর ৫টি দোকান ধ্বংস হয়েছে ।
নোশেরওয়ানি বলেছেন , অধিকাংশ বালোচিস্তানী পাকিস্তানের ঐক্য সমর্থন করেন , তাঁরা সশস্ত্র ব্যক্তিদের তত্পরতা সহ্য করবেন না । সশস্ত্র ব্যক্তিরা হিংসাত্মক তত্পরতা চালাতে থাকলে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে ।
|