হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেং ইন ছুয়ান ৫ ফেব্রুয়ারী বলেছেন , গত ৩১ জানুয়ারী মিশরের হুরঘাদায় এক দুর্ঘটনায় হংকংয়ের একটি পর্যটক দল যে মর্মান্তিকভাবে হতাহত হয়েছেন , তার ওপর চীনের কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং মিশরস্থ চীনা দূতাবাস অল্প সময়ের মধ্যে সহায়তা দিয়েছে । এতে এক দেশ , দুই ব্যবস্থার নীতি পুরোপুরিই প্রতিফলিত ও বাস্তবায়িত হয়েছে ।
গত ৩১ জানুয়ারী চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এই দুর্ঘটনার খবর পাওয়ার পর তত্ক্ষনাতই সংশ্লিষ্ট বিভাগের কাছে মিশরের সংগে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে ত্রাণ কাজ ভালোভাবে করার জন্যে সার্বিকভাবে হংকং বিশেষ প্রশাসনিক অঞলকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন এবং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের কাছে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি কেন্দ্রীয় সরকারের আন্তরিক সমবেদনা পৌঁছে দেয়ার অনুরোধ জানিয়েছেন ।
|