মিশরের প্রধান তদন্ত কর্মকর্তা মুহির ৪ ফেব্রয়ারী সংবাদ মাধ্যমকে ঘোষণা করেছেন যে, লোহিত সাগরে ডুবে যাওয়া সালাম ৯৮ নামক জাহাজের একজন ক্রুর সাক্ষ্য গ্রহনের মাধ্যমে তাদের তদন্ত শুরু করেছেন।
মুহির বলেছেন, এই ক্রুর কাছ থেকে জানা গেছে, জাহাজে অগ্নিকান্ড হয়েছিলো। তা নিভিয়ে ফেলার সময়ে জাহাজের ভেতরে বেশী পানি দেওয়ায় জাহাজটি ভারসম্যহীন হয়ে সমুদ্রে ডুবে যায়।
মুহির আরো বলেছেন, বর্তমানে তারা ২৯ জনের সমন্যয়ে গঠিত কর্ম গ্রুপ পাঠিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তদন্ত শুরু করেছে।
|