জাতিসংঘের হাইতির স্থিতিশীলতা বিষয়ক বিশেষ দলের পুলিশের চীফ ইনস্পেক্টর গ্রাহাম৪ ফেব্রুয়ারী স্বীকার করেছেন যে , চীনা শান্তিরক্ষী পুলিশ দল ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য হাইতির প্রেসিডেন্ট, সংসদ ও স্থানীয় নির্বাচনে ভোট গণনা কেন্দ্র রক্ষার দায়িত্বপালন করবে ।
সংবাদদাতাদের দেয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন , ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা সরাসরি হাইতির এবারের সাধারণ নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পর্কিত । হাইতিস্থ চীনা শান্তিরক্ষী পুলিশ দল শৃঙখলাবদ্ধ, তাদের আচরণ ভাল এবং তাদের কৌশলগতমান উন্নত । তাই এমন গুরুত্বপূর্ণ কর্তব্য তাদের উপর ন্যস্ত করা থেকে চীনা পুলিশের উপর জাতিসংঘের পুরোপুরি আস্থাপ্রমানিত হয়েছে । চীনা পুলিশের কর্তব্য সম্পন্ন করা সম্পর্কেকানাডীয়ান পুলিশের চীফ ইনস্পেক্টর গ্রাহামআস্থাবান ।
হাইতিস্থ চীনা শান্তি রক্ষী পুলিশ দলের রাজনৈতিক উপদেষ্টা সি স্যুয়ে ফেন এবং দলের নেতা ওয়াং হোংকাং বলেছেন , তারা চীনা পুলিশের উপর জাতিসংঘের আস্থা নষ্ট করবেন না এবং হাইতির সাধারণ নির্বাচনের জন্যে যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন।
|