ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ৪ ফেব্রয়ারি গাজায় হামাসের নেতাদের সঙ্গে আইন পরিষদের নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন। দু'পক্ষ সংসদ গঠন এবং ফিলিস্তিন ও ইসরাইলের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন।
হামাসের সামি আবু জুহরি বৈঠকের পর সংবাদদাতাকে জানিয়েছেন, আব্বাস ও হামাস নেতারা একমত হয়েছে যে, ১৬ ফেব্রুয়ারি গাজা ও রামাল্লাহে নব নির্বাচিত আইন পরিষদের প্রথম সম্মেলন আয়োজিত হবে। তা হলো নব-নির্বাচিত আইন পরিষদ আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার প্রতীক।
জুহরি আরো বলেছেন, ফিলিস্তিন আইন পরিষদে বিজয়ী হওয়ার পর হামাস অবিলম্বে ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে ব্যাপক আলোচনা চালিয়ে সংসদ গঠন ইত্যাদি ব্যাপার নিয়ে মত বিনিময় করছে।
|