সংখ্যালঘুজাতি ইয়ুকু জাতির তৃণভূমি সংরক্ষণে সাহায্য করার জন্যে চীন ব্যবস্থা নিচ্ছে ।
উল্লেখ্য , ইয়ুকু জাতি চীনে অপেক্ষাকৃত অল্প লোকসংখ্যা সম্পন্ন জাতি । তার লোকসংখ্যা মাত্র ১৫ হাজার । তাদের মধ্যে বেশির ভাগ লোক উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশে বসবাস করেন । যুগযুগ ধরে পশু পালন করে জীবনযাপন করে আসছে বলে ইয়ুকু জাতিকে ঘোড়ার পিঠে বসা পশু পালক ডাকা হত । প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ও গবাদি পশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ইয়ুকুজাতির তৃণভূমি সাংঘাতিকভাবে ধ্বংস হয়েছে ।
সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের সমর্থনে ইয়ুকু জাতি কোনো কোনো সময়ে পশুপালন নিষেদ্ধ, অস্থায়ীভাবে পশুপালন বন্ধ, গৃহ পশুপালনের সঙ্গে তৃণভূমি পশুপালন সমন্বয় করা সহ নানা ব্যবস্থা নিয়ে নিজের বসবাস এলাকা রক্ষা করে । পশু পালকরা সরকারের সঙ্গে সহযোগিতা করে বিষমুক্ত কীট নাশক ওষুধ ব্যবহার করে তৃণভূমি রক্ষা করেন । যার ফলে তৃণভূমির অবস্থা লক্ষণীয়ভাবেউন্নত হয়েছে ।
|