গত বছর চীনের উপকূলীয় অঞ্চলে যে ঝড়-বৃষ্টি হয়েছে তাতে সৃষ্ট সরাসরি অর্থনৈতিক ক্ষতি ৩৩ বিলিয়ন রেনমিনপি হয়েছে । এটা ইতিহাসে শীর্ষস্থান অধিকার করেছে ।
সম্প্রতি চীনা সমুদ্র বিষয়ক ব্যুরোর প্রকাশিত " চীনের সামুদ্রিক দুর্যোগ সম্পর্কে বিজ্ঞপ্তিতে" উল্লেখ করা হয়েছে যে , গত বছর চীনের উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশী ঝড়-বৃষ্টি ও দুর্যোগ হয়েছে । ঝড়-বৃষ্টিগুলো ব্যাপকভাবে কুপ্রভাব ফেলেছে এবং ফলে জানমালের ব্যাপকক্ষয়ক্ষতিহয়েছে । বিশেষভাবে পূর্ব ও দক্ষিণ চীনের চেচিয়াং প্রদেশ , হাইনান প্রদেশ ও ফুচিয়েন প্রদেশের অর্থনৈতিকক্ষতি গুরুতর , তাছাড়া ১৩৭জন লোক মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন ।
|