জাতি সংঘের নিরাপত্তা পরিষদ ৩ ফেব্রুয়ারী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রকাশিত একটি চেয়ারম্যান বিবৃতিতে হামাস প্রতিষ্ঠিত ফিলিস্তিনের নতুন সরকারের কাছে প্রচেষ্টা চালিয়ে শান্তির রোড-ম্যাপ পরিকল্পনা অব্যাহতভাবে বাস্তবায়ন করা এবং আলোচনার মাধ্যমে দুটি দেশ প্রতিষ্ঠা করার পদ্ধতিতে ইস্রাইল ও ফিলিস্তিনের সংঘর্ষ সমাধানের আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদের চলতি মাসের চেয়ারম্যান , জাতি সংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি জোন বোল্টোন বলেছেন, নিরাপত্তা পরিষদ আশা করে, ফিলিস্তিনের নতুন সরকার অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে ফিলিস্তিনীদের শান্তি ও দেশ প্রতিষ্ঠার ইচ্ছা বাস্তবায়ন করবে।
বিবৃতিতে ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থাকে সন্ত্রাসদমন করতে এবং সন্ত্রাসীদের বুনিয়াদী স্থাপনা ভেঙ্গে দিতে তাগিদ দেয়ার সঙ্গে সঙ্গে ইস্রাইল ফিলিস্তিনের ভূভাগে ইহুদী বসতিবাড়ি নির্মাণের তত্পরতা বন্ধ করার ওপর জোর দেয়া হয়েছে।
|