৪ ফেব্রুয়ারী বিকেলে উত্তর কোরিয়া ও জাপানের মধ্যে নতুন দফার সরকারী বৈঠক পেইচিংয়ে শুরু হয়েছে ।
এটা হচ্ছে দু'পক্ষের বৈঠক বন্ধ হওয়ার ৩ বছর পর ,দু'দেশের মধ্যে সরকারী বৈঠকের আবার শুরু । জানা গেছে, এবারকার বৈঠক ৫দিন চলবে, বৈঠকে দু'পক্ষ দু'দেশের সম্পর্কের স্বাভাবিকায়ন ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করবে,এর মধ্যে ঐতিহাসিক সমস্যা, নিরপত্তার নিশ্চয়তা আর অপহরণ ইত্যাদি প্রশ্ন রয়েছে ।
|