সিনহুয়া সংবাদ সংস্থার খবর থেকে জানা গেছে, হোটেল শিল্পে সম্পদ শক্তি সঞ্চয় করা এবং পরিবেশ সুরক্ষা করার জন্যে, চীনে "সবুজ হোটেলের" নির্মাণ তত্পরতা চালানো হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে ২০১০ সাল নাগাদ সারাদেশে ১০ হাজার "সবুজ হোটেল" প্রতিষ্ঠা করা ।
এই তত্পরতায় চীনের সংশ্লিষ্ট বিভাগ "সবুজ হোটেলের" মানদন্ড প্রণয়ন করবে, হোটেল-জাতীয় শিল্পপ্রতিষ্ঠানকে বিদ্যুত্, পানি, কয়লা আর গ্যাস ইত্যাদি শক্তি সম্পদ সাশ্রয় করানো হবে, বিভিন্ন প্রদেশের প্রণয়ন করা প্রকাশ্য স্থাপত্যশিল্পের ঘরের তাপমাত্রার মানদন্ড কঠোরভাবে কার্যকর হবে , স্বাচ্ছন্দ্যবিধান শিল্পপ্রতিষ্ঠানকে থ্রো-আভেই টিসু,কাপ ইত্যাদি পণ্যদ্রব্যের ব্যবহার কমানো হবে, দূষিত পানি, ধূলো এবং দূষিত গ্যাসের নিষ্কাশন পরিমাণ নিয়ন্ত্রণ করা হবে এবং আবর্জনার বন্টন ও প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু হবে ।
|