চীনের অর্থমন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছর কেন্দ্রীয় অর্থ বিভাগ এক কোটি ইউয়ান রেনমিনবি সংখ্যালঘু জাতির শিক্ষা খাতে বিশেষ অর্থ বরাদ্দ করে। তা সংখ্যালঘু জাতি অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের উন্নয়নে ব্যবহার করা হয়।
চীনের অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, পশ্চিমাঞ্চলের গ্রামীন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বিপদজনক বাড়িঘর সংস্কার, আধুনিক দূরপাল্লার শিক্ষা প্রভৃতি প্রকল্প বাস্তবায়নে, কেন্দ্রীয় অর্থ বিভাগ অর্থ বরাদ্দ করার সময় সংখ্যালঘু জাতি অঞ্চলের প্রতি গুরুত্ব দেয়।
|