৩ ফেব্রুয়ারী পেন্টাগণ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , মার্কিন প্রেসিডেন্ট ্ জর্জ ডাবলিও বুশ ৬ ফেব্রুয়ারী কংগ্রেসের কাছে ২০০৭ অর্থ বর্ষে ৪৩৯.৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা বাজেট বিষয়ক আবেদনপত্র দাখিল করবেন ।
তিনি বলেছেন , ২০০৭ অর্থ বর্ষে প্রতিরক্ষা বাজেট বিষয়ক আবেদনের পরিকল্পনা বর্তমান অর্থ বর্ষের বাজেটের চেয়ে ৫ শতাংশ বৃদ্ধি পাবে । বাজেট পরিকল্পনায় ইরাক আর আফগানিস্তানে সন্ত্রাস দমন যুদ্ধে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের খরচ অন্তর্ভুক্ত হয় নি । বুশ প্রতিরক্ষা বাজেট বিষয়ক আবেদন পরিকল্পনা দাখিল করার সংগে সংগে কংগ্রেসের কাছে আরো ৭০ বিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধ খরচ আবেদন জানাবেন ।
|