ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ৩ ফেব্রুয়ারী দক্ষিণ ইরানের বুশেরে বলেছেন, ইরান পারমাণবিক তত্পরতা পরিহার করবে না। ইরান তার প্রতি পারমাণবিক তত্পরতা পরিহার করার দাবি জানানোর দেশগুলোর অধিষ্ঠান গ্রহণ করতে পারে না। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক তত্পরতা পুরোপুরি স্বচ্ছ। ইরান আন্তর্জাতিক আইনের কাঠামোতে কাজ করে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ একইদিনে আরেক বার ঘোষণা করেছেন, রাশিয়া আশা করে, রাশিয়ার ভূভাগে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা চালানো হচ্ছে ইরানের পারমাণবিক সংকট সমাধানের জন্য রাশিয়ার সাহায্য । ইরান এই প্রস্তাব গ্রহণ করলে রাশিয়া কেবল ইরানের বুশের পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের জন্য জ্বালানি দেবে তা নয়, ববং ইরানের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সকল প্রয়োজন সুনিশ্চিত করবে।
অন্য খবরে জানা গেছে, অস্ট্রিয়ায় সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ৩ ফেব্রুয়ারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোট্টাকির সঙ্গে টেলিফোন যোগে আলাপ করেছেন। তাঁরা ইরানের পারমাণবিক সমস্যা কিভাবে সমাধান সম্পর্কে মত বিনিময় করেছেন।
|