অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হেইনজ ফিস্ছের এবং প্রধানমন্ত্রী ওয়োলফগাং স্ছুএসেল ৩ ফেব্রুয়ারী আলাদা আলাদাভাবে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিংর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
ফিস্ছের বলেছেন, অস্ট্রিয়া পক্ষ আশা করে, দু'দেশের সম্পর্ক আরো গভীরভাবে উন্নত হবে। লি চাও সিং বলেছেন, দু'দেশের নেতাদের মধ্যে ঘনিষ্ঠ আদানপ্রদান বজায় রয়েছে, আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। চীন পক্ষ অস্ট্রিয়া পক্ষের সঙ্গে যৌথভাবে অস্ট্রিয়ায় "চীন বছর" তত্পরতা অনুষ্ঠান করতে ইচ্ছুক। চীন পক্ষ আশা করে, অস্ট্রিয়া চীন ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
স্ছুএসেল বলেছেন, অস্ট্রিয়া সব সময় একচীননীতি অনুসরণ করতে থাকবে। তিনি বলেছেন, অস্ট্রিয়া আশা করে, চীনের সঙ্গে শক্তি সম্পদ এবং পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা চালাবে। এর সঙ্গে সঙ্গে অস্ট্রিয়া আশা করে, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ব্যাপারে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করবে।
|