৩ ফেব্রুয়ারী চীন সরকারের সাহায্যে নির্মিত অ্যাংগোলার লুওয়ানডা হাসপাতাল উদ্বোধন হয়েছে। অ্যাংগোলার প্রেসিডেন্ট জোস্ অ্যাডুয়ার্ডো ডোস্ সান্টোস্ প্রমুখ রাষ্ট্রীয় ও সরকারী নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সরকারের বহু মন্ত্রী ও অ্যাংগোলায় চীনের রাষ্ট্রদূত চাং বেই সানের সমভিব্যাহারে অ্যাংগোলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী হাসপাতালের তথ্য সংক্রান্ত ছায়াছবি দেখেছেন এবং হাসপাতালের সকল বিভাগ ও চিকিত্সা স্থাপনা পরিদর্শন করেছেন।
জানা গেছে, লুওয়ানডা জেনারেল হাসপাতাল অ্যাংগোলার চিকিত্সা ব্যবস্থা উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। অ্যাংগোলার সরকারী কর্মকর্তা ও চিকিত্সকরা এই হাসপাতাল স্থাপনের উচ্চ প্রশংসা করেছেন।
|