তথ্য শিল্পমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীন প্রযুক্তির মানদন্ড ব্যবস্থার স্থাপন দ্রুততর করবে।
জানা গেছে, ২০০৬ সালে চীন ওয়্যারলেস্ যোগাযোগ, আইপি ও মাল্টিমেডিয়া, নেটওয়ার্ক ব্যবস্থাপনা ইত্যাদি মানদন্ডের গবেষণা ও প্রণয়ন করবে। চীন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন এবং প্রযুক্তির উদ্ভাবনে উত্সাহ দেবে। তাতে সুবিধাজনক ক্ষেত্রে অব্যাহতভাবে মেধা-স্বত্ব ভোগের সংখ্যা বাড়ানো হবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে আন্তর্জাতিক মানদন্ড প্রণয়নে অংশ নিতে তৈরি উত্সাহ দেয়া হবে।
|