সিনহুয়া সংবাদ সংস্থার খবর থেকে জানা গেছে, চীনের পশ্চিমাঞ্চলের ব্যাপকউন্নয়নকাজ শুরু হওয়ার পর গত বছর নাগাদ, পশ্চিমাঞ্চলেচীনের কেন্দ্রীয় পুঁজি বিনিয়োগের পরিমাণ ১.৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । জানা গেছে, রাষ্ট্রীয় পুঁজি বিনিয়োগ সামাজিক পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত করেছে এবং পশ্চিমাঞ্চলের অর্থনীতির উন্নয়ন দ্রুততর করেছে । গত বছর নাগাদ, পশ্চিমাঞ্চলের মোট ৭০টি নতুন গুরুত্বপূর্ণ প্রকল্পে, পুঁজি বিনিয়োগের মোট পরিমাণ এক ট্রিলিয়ন ইউয়ান রেনমিনবি ছাড়িয়ে গেছে, পশ্চিমাঞ্চলের অর্থনীতির বৃদ্ধিহার অব্যাহতভাবে বাড়ছে । তা ছাড়া, পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আর অবকাঠামোর স্থাপনার নির্মাণকাজ লক্ষণীয়ভাবে জোরদার করা হয়েছে । গত বছরের শেষ দিক নাগাদ, পশ্চিমাঞ্চলের ৬৫ লক্ষ হেক্টর অনুপযুক্ত কৃষি জমিকে আবার বনাঞ্চলে পরিণত করা হয়েছে এবং সুরুতরভাবে অবনতিগ্রস্ত এক কোটি ৯০ লক্ষ হেক্টর তৃণভুমি সংস্কার করা হয়েছে ।
|