v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-03 18:57:08    
৪ ফেব্রুয়ারি

cri
    ** একটি বিমান দুর্ঘটনায় ৭৩জন ইস্রাইলী সৈন্য নিহত

    ১৯৯৭ সালের চৌঠা ফেব্রুয়ারী , ইস্রাইলের একটি বিরাটাকারের বিমান দুর্ঘটনায় ৭৩জন বিশেষ বাহিনীর সদস্য মারা গেছেন , তাদের মধ্যে ১৩জন কর্মকর্তাও ছিলেন। ইস্রাইল সরকার পরের দিনকে "জাতীয় শোক দিবস বলে ঘোষণা করে।

    স্থানীয় সময়ে চৌঠা ফেব্রুয়ারী সন্ধ্যা সাতটায়, ইস্রাইলের দুটো সামরিক হেলিকপ্টার লেবাননের সংগে সংলগ্ন ইস্রাইলের উত্তর অঞ্চলের আকাশসীমায় পরসপরের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে ।

    ইস্রাইলের বেতারের একটি খবরে বলা হয়েছে যে , বিধ্বস্ত হওয়া এই দুটো হেলিকপ্টার ছিলো মার্কিন তৈরী"ইয়া সু র "নামক হেলিকপ্টার । প্রতিটি হেলিকপ্টারে মোট পন্ঞ্চাশাধিক লোক বসতে পারেন । দুর্ঘটনাস্থল ইসরাইল লেবানন সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে । প্রাথমিক তদন্তের ফলাফল থেকে দেখা যায় , প্রতিকূল আবহাওয়ার কারণে কারণ এই বিমান দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন ,দুটো হেলিকপ্টার একটি জনপদে বিধ্বসত হয়েছে , এর পর প্রচন্ড অগ্নিকান্ড ঘটে কয়েক ঘন্টা প্রচেষ্টার পর এই বিরাট অগ্নিকান্ড নিভিয়ে দেয়া হয়। অগ্নিকান্ডে স্থানীয় অধিকর্মী হতাহত হন নি।

    দুর্ঘটনা সংঘটিত হবার পর , ইস্রাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বিবৃতিতে , নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং তাঁদের আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন । নেতানিয়াহু তাঁর পূর্ব-নির্ধারিত জর্দান সফরকেও বাতিল করেছেন । একই সময়ে , ফিলিস্তিন স্বয়ত্ত-শাসিত সরকারের চেয়ারম্যন ইয়াসের আরাফাতের সঙ্গে তাঁর বৈঠকও স্থগিত করেছেন।

    ** আফগানিস্তানে প্রবল ভূমিকম্প হয়

    ১৯৯৮ সালের ৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের উত্তরাঞ্চলে রিক্টার স্কেলের ৬.১ মাত্রার প্রাবল্যসম্পন্ন ভূমিকম্প হয়। ভূমিকম্পে ১৭০০টিরও বেশি বাড়িঘর বিধ্বংস হয়, ৪০০০ লোক প্রাণ হারিয়েছেন । ৭ ফেব্রুয়ারি জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান আফগানিস্তান, পাকিস্তান ও তাজিকস্তানে জাতিসংঘের শাখা সংস্থার কাছে ভূমিকম্পগ্রস্ত অঞ্চলে ত্রাণকর্মীদের পাঠানোর আবেদন জানান।

    ভূমিকম্প প্রতিরোধ আর ত্রাণকর্ম কার্যকরভাবে পরিচালনা আর ত্রাণসামগ্রী শিগগিরই পাঠানোর দরুন দুর্গত এলাকাগুলোর জনসাধারন পুরোদমে ভূমিকম্প প্রতিরোধ আর ত্রাণকর্মে যোগ দিয়েছেন।

    ** চীনের বিখ্যাত কবি সিও সানের মৃত্যু

    ১৮৯৬ সালে চীনের হু নান প্রদেশের সিও সিয়াং জেলায় সিও সানের জন্ম হয়।

    যুবকালে তিনি সিন মিন সোসাইটিতে অংশগ্রহণ করেন। তিনি ফ্রান্সে লেখাপড়া করার সঙ্গে সঙ্গে কাজও করেন। ১৯২২ সালে তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। একই সালে তিনি সোভিয়েত ইউনিয়নের মস্কো প্রাচ্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। ১৯২৪ সালে তিনি স্বদেশে ফিরে আসেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টির হু নান প্রাদেশিক কমিটির সদস্য ছিলেন। ১৯৩০ সালে তিনি আবার মস্কোতে গিয়ে আন্তর্জাতিক বিপ্লবী লেখকের সঙ্গে কাজ করেন এবং " আন্তর্জাতিক সাহিত্যের "প্রধান সম্পাদক পদে নিযুক্ত ছিলেন ।

    নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর, তিনি চীন-সোভিয়েত মৈত্রী সমিতির উপমহাসচিব নিযুক্ত ছিলেন । ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি তিনি মারা যান।