চীনের বৈদেশিক পুঁজি বিনিয়োগ , প্রকল্প চুক্তি সম্পাদন, বিদেশের সাথে শ্রম সহযোগিতা ইত্যাদি বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতা পৃথিবীর প্রায় দু'শোটি দেশ ও অঞ্চলে বিস্তার করা হয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতা বিষয়কের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, চীন বিদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতায় "এশিয়াকে প্রাধান্য, আফ্রিকার সঙ্গে উন্নয়ন, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র ,লাতিন আমেরিকা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এলাকা বাড়ানোর" বহুপাক্ষিক বাজারের পরিস্থিতি মৌলিকভাবে গড়ে তুলেছে।
বিদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা চালানোর মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বাড়ানো, স্থানীয় অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করা, শিল্পজাত প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করা, স্থানীয় বাজারের দ্রব্য বাড়ানোর ওপর সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। এর সঙ্গে সঙ্গে চীনের অভ্যন্তরীন শিল্প কাঠামোর পরিবর্তন ত্বরান্বিত করছে।
|