৩ ফেব্রুয়ারী সিনহুয়া সংবাদ সংস্থার খবর থেকে জানা গেছে, এই বছরে চীনের ২০০টিরও বেশী বৃহত্ বা মধ্য ধরনের শহরে পরিত্যক্ত শিশুদের ত্রাণ ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠিত হবে ।
বর্তমানে চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় আর বিভিন্ন প্রদেশের সরকার ১০কোটির বেশী রেনমিনপি পুঁজি বিনিয়োগ করে চীনের বিভিন্ন প্রদেশে পরিত্যক্ত শিশুদের জন্য ১৩০টির বেশী ত্রাণ ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছে । জানা গেছে, গত ৩ বছরে এগুলো কেন্দ্র প্রায় ২.৪ লক্ষ অনাথকে সাহায্য করেছে ।
সাম্প্রতিক বছরে চীন সরকারের বিভিন্ন বিভাগ ধীরে ধীরে ত্রাণ ও সাহায্য সংস্থার নির্মাণ ও প্রশাসনিককাজ জোরদার করছে, পরিত্যক্ত শিশুদের ত্রাণ ও সাহায্য সংস্থার নির্মাণকাজ রাষ্ট্রীয় অর্থনীতি ও সমাজের উন্নয়নের পরিকল্পনায় নিয়ে এসেছে এবং পুঁজি বিনিয়োগ সুনিশ্চিত করেছে ,যাতে নানা ধরণের সাহায্য পদ্ধতিতে পরিত্যক্ত শিশুরা ত্রাণ ও সাহায্য সংস্থার সাহায্য পায় । আইন লঙ্ঘনকারী পরিত্যক্ত শিশুদের প্রতি আইন ও প্রশাসন বিভাগ বিশেষ আইনি সাহায্য দেবে ।
|