জাতিসংঘের মহাসচিব কফি আনান ২ ফেব্রুয়ারী তাঁর মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ইউরোপীয় কিছু দেশের পত্রিকা ইসলাম ধর্মকে কলঙ্কিত করার বিষয়ের উপর তিনি তীক্ষ্ণ নজর রেখেছেন এবং তথ্য মহলের উদ্দেশ্যে সব ধর্মবিশ্বাসকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আনান বলেছেন, তিনি মনে করেন তথ্য মহলের বাক-স্বাধীনতা উপভোগের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্ম ও ধর্মীয় নীতিকে সম্মান করা উচিত। তিনি আরো জোর দিয়ে বলেছেন, শান্তিপূর্ণ সংলাপ ও পারস্পরিক সম্মানের মাধ্যমে ভিন্ন আচার ও সংস্কৃতি মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি ও ঘৃণা নির্মূল করা উচিত।
|