লেবাননের প্রধানমন্ত্রী ফোয়াদ্ সিনিওরা ২ ফেব্রুয়ারী সন্ধ্যায় বৈরুতে বলেছেন, লেবানন তার সার্বভৌমত্ব পদদলনের জন্য ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ করবে।
একই দিন মন্ত্রিসভার অধিবেশনে ১ ফেব্রুয়ারী সীমান্তের কাছে ইসরাইলি বাহিনীর লেবাননের নিরপরাধ জনসাধারণকে হত্যার ঘটনার তিনি দৃঢ় নিন্দা করেছেন। তিনি বলেছেন, লেবানন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে বিষয়টি উপস্থাপন করবে, যাতে জাতিসংঘের কাছে ইসরাইলের বার বার লেবাননের সার্বভৌমত্ব পদদলিত করা, লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষতিসাধন করার তত্পরতায় বাধা দেয়ার দাবি জানানো হবে।
ইসরাইলের সামরিক পক্ষের মুখপাত্র একই দিন জেরুজালেমে বলেছেন, ইসরাইলি বাহিনী সীমান্ত অতিক্রম করার সময় একজন সশস্ত্রব্যক্তির উপর গুলি ছুঁড়েছে।
|