সিনহুয়া সংবাদ সংস্থার খবর থেকে জানা গেছে, গত বছরে চীনের মেধা সম্পদের স্বত্বাধিকার সুরক্ষার বিশেষ অভিযান চমত্কার সাফল্য পেয়েছে । চীনের শিল্প বাণিজ্য ও শুল্ক ইত্যাদি বিভাগ মোট ২২ হাজারেরও বেশী মেধা সম্পদের স্বত্বাধিকার লঙ্ঘন করার ঘটনা পর্যবেক্ষণ করেছে, এর মধ্যে বৈদেশিক ট্রেডমার্ক লঙ্ঘন করার ঘটনা প্রায় ৩৫০০টিরও বেশী, ১০০জনেরও বেশী সন্দেহজনক ব্যাক্তি আইন বিভাগে হস্তান্তরিত হয়েছে ।
জানা গেছে, গত বছরের বিশেষ অভিযানে চীনের গ্রন্থস্বত্ব, সংস্কৃতি, পেটেন্ট ইত্যাদি বিভাগ নানা ধরনের প্রায় ২০কোটিরও বেশী নকল ক্যাসেট , সিডি ইত্যাদি ৩০০০টিরও বেশী নকল পেটেন্ট, ৩৩টি অবৈধ সিডি উত্পাদন লাইন পর্যবেক্ষণ করেছে ,এর সঙ্গে সঙ্গে ২৩ হাজারেরও বেশী অবৈধ কোম্পানি বাতিল করেছে ।
২০০৪ সালের সেম্টেম্বর মাস থেকে চীন সরকার সারাদেশে মেধা সম্পদের স্বত্বাধিকার সুরক্ষার বিশেষ অভিযান চালাতে শুরু করেছে, ট্রেডমার্ক অধিকার, গ্রন্থস্বত্ব আর পেটেন্ট অধিকার লঙ্ঘনকারীদের ওপর বিশেষ আঘাত হেনেছে ।
|