চীনের নির্মাণ মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , ২০০৬ সালে চীনের বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগ শহরের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ আর তার ব্যবস্থাপনা জোরদার করবে ।
এই কর্মকর্তা বলেছেন , শহরের বর্জ্য পানি আর জঞ্জালের দূষণমুক্ত সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় পরিষদের নিয়মবিধি অনুসারে বিভিন্ন অঞ্চলে বাস্তব পরিকল্পনা প্রণয়ন করা হবে , অর্থ বরাদ্দ বাড়িয়ে দেয়া হবে , বর্জ্য পানির দূষণমুক্ত আর জঞ্জাল সরানো ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা হবে , বিভিন্ন ক্ষেত্রের পুঁজিবিনিয়োগ কাজে লাগিয়ে বর্জ্য পানির দূষণমুক্ত আর জঞ্জাল সরানো ব্যবস্থা নির্মাণ করা হবে এবং বর্জ্য পানির দূষণমুক্ত আর তার পুনঃব্যবহারের সামর্থ্য উন্নত হবে ।
চীনের পানি সম্পদ শুধু বিশ্বের পানি সম্পদের ৬ শতাংশ । এই ক্ষেত্রে মাথাপিছু গড়পড়তা পরিমাণ শুধু বিশ্বের গড়পড়তা পরিমাণের এক ষষ্ঠাংশ । সুতরাং চীনে বর্জ্য পানির দূষণমুক্ত আর তার পুনঃব্যবহারের সামর্থ্য বাড়ানো আরো প্রয়োজনীয় হয়েছে ।
|