v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-01 17:57:10    
১ ফেব্রুয়ারী

cri
    ওয়াং স্যুয়েন এবং হুয়াং খুন চীনের রাষ্ট্রীয় সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কারে ভূষিত

    ২০০১ সালের ১ ফেব্রুয়ারী চীনের বিজ্ঞানীওয়াং স্যুয়েন এবং হুয়াং খুন চীনের রাষ্ট্রীয় সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কারে ভূষিত হন। সেদিন সকালে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেণ্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান চিয়াং জেমিন এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেছেন।

    পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০০১ সাল থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার ব্যবস্থা প্রবর্তন করা হয়। রাষ্ট্রের পক্ষ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে বৃহত্তম অবদান রাখা বিজ্ঞানীদের এই সর্বোচ্চ গৌরবের পুরস্কারে ভূষিত করা হয়।

    ২০০১ সালের দুজন পুরস্কার বিজয়ীর মধ্যে ওয়াং স্যুয়েন হলেন চীনের বিজ্ঞান একাডেমি ও চীনের প্রকৌশল একাডেমির একাডেমিশ্যান। তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারে কাজ করেন। অন্য একজন পুরস্কার বিজয়ী হুয়াং খুন হলেন চীনের বিজ্ঞান একাডেমির একাডেমিশ্যান । তিনি এই একাডেমির সেমিকণ্ডাক্টর গবেষণাগারে কাজ করেন। প্রেসিডেণ্ট চিয়াং জেমিন এই দুজন বিজয়ীর কাছে পুরস্কারের প্রমাণপত্র এবং পুরস্কারের অর্থ প্রদান করেন। এই রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার ছাড়াও সেবার প্রেসিডেণ্ট চিয়াং জেমিন প্রমুখ রাষ্ট্রীয় নেতারা চীনের রাষ্ট্রীয় প্রাকৃতিক বিজ্ঞান পুরস্কার , রাষ্ট্রীয় প্রযুক্তি উদ্ভাবন পুরস্কার এবং রাষ্ট্রীয় বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি পুরস্কার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন।

    মার্কিন কলম্বিয়া নভোযান ভেঙে খানখান , সাত নভোচারীর সবাই নিহত

    ২০০৩ সালের ১ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের কলম্বিয়া নভোযান অবতরনের সময়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাতে সাত জন নভোচারীর সবাই নিহত হন। একই দিন যুক্তরাষ্ট্রের মহাকাশ যান ব্যুরোর(নাসার) মুখপাত্র তথ্যজ্ঞাপন সভায় এই খবরের সত্যতা স্বীকার করেছেন। "কলম্বিয়া নভোযানটি সেদিন অবতরনের দশাধিক মিনিট আগে স্থলের নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং আকাশে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেণ্ট বুশ ৭ জন নভোচারীর প্রাণহানিতে শোক প্রকাশ করেন । একই সময়ে তিনি এই সংকল্প প্রকাশ করেন যে, নভোচারীরা যার জন্য প্রাণ উত্সর্গ করেছেন, সেই মহাকাশ অন্বেষণের পথযাত্রা অব্যাহত থাকবে।

   ট্রিগ্ভে লাই জাতিসংঘের প্রথম মহাসচিব নির্বাচিত

    ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারী নরওয়ের ট্রিগ্ভে লাই জাতিসংঘের প্রথম মহাসচিব নির্বাচিত হন। তাঁর কার্যমেয়াদ ১৯৪৬ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ।

    জাতিসংঘের মহাসচিব আসলে জাতিসংঘের যাবতীয় অধিবেশনের মহাসচিব । নিরাপত্তা পরিষদের কাছে কোনো এক সমস্যার ওপর মনোযোগ রাখা অথবা আলোচনা করার প্রস্তাব দাখিল করার ক্ষমতা তাঁর আছে । তিনি নিজের অভিমত প্রকাশ করে নিরাপত্তা পরিষদের ওপর কিছু প্রভাব খাটাতে পারেন। তিনি জাতি সংঘের পক্ষ থেকে ভাষণ দিতে পারেন এবং ঘনঘন বিশ্বের বিভিন্ন দেশ সফর করতে পারেন। তিনি জাতি সংঘের ২০ হাজার কর্মীর প্রত্যেককে নিযুক্ত বা পদচ্যূত করার ক্ষমতা রাখেন।

    ট্রিগ্ভে লাই ছিলেন জাতিসংঘের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদদের অন্যতম । বর্তমান জাতি সংঘের মহাভবনও তাঁর নেতৃত্বেই নির্মিত হয়েছে।