৩১ জানুয়ারী আরব দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন তিউনিসিয়ার রাজধানী তিউনিসে সমাপ্ত হয়েছে । সম্মেলনে প্রকাশিত একটি বিবৃতিতে সকল ধরণের সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে, আরব দেশগুলো আর আন্তর্জাতিক সমাজের সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে ,যাতে অবিলম্বে ব্যবস্থা নিয়ে সন্ত্রাসবাদের ওপর আঘাত হানা যায় ।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে, কোন সন্ত্রাসবাদকে উতযাহিত করে এমন বক্তব্যের বিরোধিতা করবে, জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক সন্ত্রাসদমন সম্মেলন এবং আন্তর্জাতিক সন্ত্রাসদমন চুক্তি প্রণয়ন করার জন্যে চালানো প্রচেষ্টা সমর্থন করবে । বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে যে, মূলগতভাবে সন্ত্রাসবাদকে নির্মূলকরলে, সন্ত্রাসবাদেরঅর্থনৈতিক, সামাজিক ও চিন্তামূলক উত্স নির্মূল হবেএবং আঞ্চলিক সংঘর্ষ বন্ধ করবে ।
বিবৃতি আরো উল্লেখ করা হয়েছে , সন্ত্রাসবাদের ও বিভিন্ন দেশের জনগণের জাতিসংঘের সনদ অনুযায়ী জাতীয় স্বাধীনতা অর্জন করার জন্যে চালানো সংগ্রামেরবৈধ অধিকারের সঙ্গে পার্থক্য করা এবং সন্ত্রাসবাদকে ইসলাম ধর্মের সঙ্গে সম্পৃক্ত করার সকল অপচেষ্টার বিরোধিতা করা উচিত ।
|