১ ফেব্রুয়ারী উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থার খবর থেকে জানা গেছে, ৪ ফেব্রুয়ারী উত্তর কোরিয়া ও জাপানের মধ্যে সরকারী বৈঠক চীনের পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
জানা গেছে, বৈঠকে দু'পক্ষ অভিন্ন স্বার্থ জড়িত সমস্যা নিয়ে আলোচনা করবে । যেমন অতীত ঐতিহাসিকপ্রশ্ন, নিরাপত্তার নিশ্চয়তা এবং অপহরণ ইত্যাদি সমস্যা নিয়ে আলাপ-আলোচনাকরবে ।
গত বছরের ২৪ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত উত্তর কোরিয়া ও জাপান পেইচিংয়ে বৈঠক করেছে । দু'পক্ষ একমত হয়েছে যে , তিনটি গ্রুপ প্রতিষ্ঠা করে অতীত ঐতিহ্যিক প্রশ্ন, নিরাপত্তার নিশ্চিয়তা আর অপহরণ ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করবে ।
১৯৯১ সালের জানুয়ারী থেকে ২০০২ সালের অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়া ও জাপান মধ্যে পরপর ১২ বার দু'দেশের সম্পর্কের স্বাভাবিকায়ন সম্বন্ধে আলোচনা হয়েছে । জাপানের আগ্রাসনের ইতিহাসে দু'পক্ষের গুরুতর মতভেদ থাকার কারণে দু'দেশের আলোচনা কোনোঅগ্রগতি অর্জন করে নি ।
|