|
|
(GMT+08:00)
2006-01-31 20:57:12
|
চীনে উপাত্তর গুণমান পযর্বেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে
cri
সিনহুয়া বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে, চীনে ধাপে ধাপে উপাত্তর গুণমান পযর্বেক্ষণ আর যাচাইয়ের ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং বিভিন্ন প্রদেশের গুরুত্বপূর্ণউপাত্ত পযর্বেক্ষণ আর যাচাই জোরদার হবে।
চীনের সদ্য সংশোধিত ‘ পরিসংখ্যাণ আইন কার্যকরী করার বিস্তারিত বিধানে’ এই বিধি নিধার্রিত হয়।১ ফেব্রয়ারী থেকে এই সংশোধিত বিধান কার্যকরী হবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতির দ্রুত উন্নতি হয়েছে। সমাজের অবিরাম প্রগতিও হয়েছে। কিন্তু কোন কোন এলাকার ভূল পরিসংখ্যাণ সরকারের নীতি নিধার্রনে অসুবিধা সৃষ্টি করেছে।
|
|
|