|
মিসরের দক্ষিণাঞ্চলে গাড়ী দুর্ঘটনায় হংকং পযর্টক দলের চল্লিশাধিক হতাহত
cri
|
৩১ জানুয়ারী মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পযটর্ন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারী মিসরের দক্ষিণাঞ্চলে সংঘটিত একটি গাড়ী দু'ঘটনায় হংকংয়ের থেকে একটি পযর্টকদলের ১৪জন লোক প্রাণ হারিয়েছে , প্রায় ৩০জন আহত হয়েছে। মিসরস্থ চীনের কনসুলেটের এবং একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, চীনের দূতাবাস মিসরের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে এ ব্যাপার নিয়ে নিবিড় যোগাযোগ করছে।
|
|