৩১ জানুয়ারী জাপান সরকারের মন্ত্রী সভায় সংসদে উপস্থাপনীয় সরকারী উত্তর পত্রের বিষয়বস্তু চূড়ান্ত হয়েছে। এই পত্রে 'চীনের হুমকি' অস্বীকার করা হয়েছে। পত্রে মনে করা হয়েছে, ইতিহাসের সমস্যা উপলদ্ধি করা হলে ১৯৯৫ সালে প্রাক্তন প্রধান মন্ত্রী মুরায়ামা তোমিইছির দেওয়া ভাষণের মর্ম তেজের উপর অবিচল থাকা উচিত। একটি খবরে বলা হয়েছে, সরকারের এই পত্রে বলা হয়েছে, জাপান সরকার মনে করে জাপানের উপর চীনের আক্রমণের ইচ্ছা নেই । জাপান চীনকে হুমকি বলে মনে করে না। কারণ 'চীন-জাপান যৌথ বিবৃতি' আর 'চীন-জাপান শান্তি ও সৌহার্দ্যপূর্ণসম্পর্ক চুক্তিতে' স্পষ্টভাবে নিধার্রন করা হয়েছে যে বলপ্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে দু'দেশের সমস্ত বিরোধ নিষ্পত্তিকরা হবে
ইতিহাসের সমস্যা প্রসঙ্গে সরকারের এই পত্রে বলা হয়েছে, গত বছরের ১৫ আগ্যস্ট এবং এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রী কোইজুমি জুনিছিরোর দেয়া বক্তব্য এবং ১৯৯৫ সালে প্রাক্তন প্রধান মন্ত্রী মুরায়ামা তোমিইছির দেওয়া ভাষনের মতাধিষ্ঠানের মধ্যে মিল ছিল। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর জাপান বিশ্বের শান্তি আর
সম্মৃদ্ধির জন্যে অবদান রাখতে সংকল্পবদ্ধ।
|