v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-31 20:14:34    
৩১ জানুয়ারী

cri
    জামার্নীতে সাংঘাতিক মূদ্রাস্ফিতী দেখা দেয়

১৯২৩ সালে জার্মানীর মার্কের মূদ্রামূল্য একটানা পড়ার ফলে মূদ্রাস্ফিতীর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ।শ্রমিকদের বেতন দিনে দুবার দিতে হয়। সন্ধ্যাবেলায় একটি রটির দাম সকালের একটি বাড়ীর দাম।

    ব্রিটিশ বাহিনী সাংহাই দখল করে

১৯২৭ সালের ৩১ জানুয়ারী সাংহাইএ বসবাসরত ব্রিটিশ নাগরিকদের রক্ষার করার অজুহাতে ১২ হাজার ব্রিটিশ সৈন্য সাংহাইএ পাঠানো হয়। কিন্তু সঙ্গে সঙ্গে তারা চীনা জনগণের তীব্র প্রতিরোধে নিমজ্জিত হয়।

    জাপানের সৈন্যবাহিনী মানিলা দখল করে

১৯৪২ সালের ৩১ জানুয়ারী জাপানের নৌ আর বিমান বাহিনী অবিরাম ফিলিপাইন আর ফিলিপাইনে বসবাসরত মার্কিন নাগরীকদের উপর আক্রমণ চালায়।

    জার্মান সৈন্যবাহিনী লেনিনগ্রেডে আত্মসমর্পন করে

১৯৪৩ সালের ৩১ জানুয়ারী জামার্ন সৈন্যবাহিনী লেনিনগ্রেডে আত্মসমর্পন করে।

    সৌভিয়েত বাহিনী একটানা বার্লিনের উপকন্ঠে আক্রমাণ চালায়

১৯৪৫ সালের ৩১ জানুয়ারী মাসিল জুকোফের নেতৃতাধীন সৌভিয়েত সৈন্যবাহিনী বালির্নের উপকন্ঠে একটানা আক্রমণ চালায়।

    পেইপিনের শান্তিমূলক মুক্তি ঘোষণা করা হয়

১৯৪৯ সালের ৩১ জানুয়ারী চীনের গণ মুক্তি ফৌজ পেইপিনে প্রবেশ করে এই শহর গ্রহণ করার পর পেইপিনের শান্তিমূলক মুক্তি ঘোষণা করে। সে দিনকে পেইপিনের শান্তিমূলক মুক্তির স্মারক দিবস বলে নিধার্রিত হয়।

    নানচিংএর উপর জাপানের বিমানের বোমাবর্ষণ

১৯৩৭ সালের ৩১ জানুয়ারী সকালবেলায় জাপানের বিমান বাহিনী ১৫টি বোমারু বিমান নানচিং শহরে বোমাবর্ষণ করে। জাপান-বিরোধী যুদ্ধের ইতিহাসে নানচিং প্রথম বার জাপানের বোমারু বিমানের গোলার শিকার হয়।

    ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সম্মেলন হেলসিংকিতে শুরু

১৯৭০ সালের ৩১ জানুয়ারী থেকে ১ ফেব্রয়ারী পযর্ন্ত ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা হেলসিংকিতে অনুষ্ঠিত হয়। ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র আর ক্যানাডা সহ ৩৫টি দেশের প্রতিনিধিরা সেআরকার সম্মেলনে অংশ নেন। সম্মেলনে চূড়ান্ত দলিল স্বাক্ষরিত হয়। এই চূড়ান্ত দলিলে আছে: 'আস্থাবান পদক্ষেপ ও নিরাপত্তা এবং নিরস্ত্রীকরণের প্রতিষ্ঠা সম্পর্কে কয়েকটি দলিল, 'অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ক্ষেত্রের সহযোগিতা' ইত্যাদি। ইউরোপীয় নিরাপত্তার দিকে তত্কালীণ সৌভিয়েত ইউনিয়ান সবার্ধিক মনোযোগ দেয়। ইউনোপের নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইউরোপের সীমান্তের হালচাল স্থির করা সৌভিয়েত ইউনিয়েনের আশা-আকাংক্ষা।

    চীনের নিজস্ব নকশার প্রথম বিমান

১৯২৩ সালের ৩১ জানুয়ারী চীনের প্রথম ডাবল প্রোপেলো যুক্ত বিমান কুয়াংতোং বিমান কারখানায় সাফল্যজনকভাবে তৈরী করা হয়। সে বছরের প্রথম দিকে নৌ-বাহিনীর গঠনকাজ জোরদার করার জন্যে কুয়াংতোং বিপ্লবী সরকার বিশেষভাবে বিমান পরিবহণ বুরোর্ প্রতিষ্ঠা করে।

     চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা প্রবর্তনের প্রস্তাব উত্থাপন করে

১৯৫৫ সালের ৩১ জানুয়ারী চীনের মন্ত্রণালয় চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির কাছে 'পরিবার পরিকল্পনা সম্পর্কে একটি রিপোর্ট দাখিল করে। রিপোর্টে বলা হয় চীনের বতর্মান ঐতিহাসিক পরিস্থিতিতে পরিবার পরিকল্পনার নীতি মেনে চলা উচিত। এ বছরের ১ মার্চ চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটি এই রিপোর্ট অনুমোদন দেয়। চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির দলিলপত্রে বলা হয়, পরিবার পরিকল্পনা চীনের ব্যাপক জনসাধারণের মৌলিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত। এটা হল চীনের একটি রাষ্ট্রীয় নীতি।

    পশ্চিম ইউরোপে প্রচন্ড বন্য হয়

১৯৯৫ সালের জানুয়ারী মাসের পর পশ্চিম ইউরোপে প্রচন্ড বন্য দেখা দেয়। এতে বেশী লোকের হতাহত হয় এবং এক লক্ষাধিক লোক গৃহহারা হয়।