২০০৫ সালে চীনের মৌলিক বার্ধক্য বীমা তহবিলের মোট পরিমান দাড়িয়েছিল পাঁচ শ' বিলিয়ন ইউয়ান , এটা পাঁচ বছর আগের দ্বিগুনের চেয়েও বেশী ।
চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , পরবর্তীকালে চীন অব্যাহতভাবে এই বীমার আওতা আরো সম্প্রসারণ করবে এবং বার্ধক্য বীমা তহবিলের তত্ত্বাবধান আরো জোরদার করবে ।
উল্লেখ্য যে ১৯৯৭ সালে চীনে বার্ধক্য বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মোট ১৭ কোটি শ্রমিক ও কর্মচারী এই বীমায় অংশ নিয়েছেন । বার্ধক্য বীমার কিস্তিফি শিল্পপ্রতিষ্ঠান ও বীমাগ্রাহক মিলিতভাবে জমা দেয়।
|