ডেনমার্কের তথ্যমাধ্যমগুলোর ইসলাম ধর্মেরনবী মোহাম্মদের অপমান করার প্রতিবাদে ২৯ জানুয়ারী লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ডেনমার্কস্থলিবিয়ান দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ২৯ জানুয়ারী প্রকাশিত একটি বিবৃতিতে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডেনমার্কের তথ্যমাধ্যমগুলো ইসলামের নবীকে অপমান করেছে । কিন্তু ডেনমার্কের কতৃর্পক্ষ এ সম্বন্ধে কোন দায়িত্বশীল মতাধিষ্ঠান নেয়নি। এ পরিপ্রেক্ষিতে লিবিয়া ডেনমার্কস্থলিবিয়ান দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, লিবিয়া ডেনমার্কের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নেবে।
সাম্প্রতিক দিনগুলোতে ডেনমার্কের পত্রপত্রিকায় ইসলামের নবী মোহামাদ সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিক বরে ধারাবাহিক কাটুন প্রকাশিত হয়েছে। এই ঘটনা আরব আর মুসলিম জগতে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে।
|