v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-30 19:10:31    
২২ থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত,২০০৬

cri
সারা চীনে বসন্ত উত্সবের ধুমধাম উদযাপন

২৯ জানুয়ারী চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক উত্সব--বসন্ত উত্সব। চীনের চান্দ্র বর্ষের আগমন উদযাপনের জন্যে সারা চীনে মহা-ধুমধামে ধরনের তত্পরতা আয়োজিত হয়েছে। চান্দ্র নব বর্ষের প্রাক্কালে অথার্ত ২৮ জানুয়ারী চীনের বিভিন্ন জায়গা সুন্দরভাবে সাজানো হয়েছে । চীনের শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে বসন্ত উত্সব উদযাপন করেছেন। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীনের বিপ্লব পবিত্র স্থান--চীনের ইয়েনআনে গিয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে বসন্ত উত্সব উদযাপন করেছেন। চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাও পূর্ব চীনের সানতোং প্রদেশে গিয়ে সেখানকার জনসাধারণের সঙ্গে বসন্ত উত্সব উদযাপন করেছেন। ২৮ জানুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রবাসী বিষয়ক কাযার্লয়ের মহা পরিচালক ম্যাডাম ছেন ইয়ুন জিয়ে একটি নব বর্ষের অভিনন্দন-বাণীতে বিশ্বের বিভিন্ন জায়গার প্রবাসী চীনাদের প্রতি উত্সবের অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়েছেন্। চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপ মহা পরিচালক ওয়াং জে সি গণ ওয়েবসাইটের মাধ্যমে তাইওয়ানের ব্যাপক স্বজাতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন।

এ বছর রাজধানী পেইচিংএ আবার আতসবাজি পোড়ানোরপোনানোর ঐতিহ্য পূণরুদ্ধার হয়েছে। তা ছাড়া, বিভিন্ন পার্কে নানা ধরনের আনন্দ মেলা আয়োজিত হবে। অনেক লোক সাত দিনের ছুটিতে বাইরে ভ্রমণ করতে গেছেন।

২০০৫ সালে চীনের মূলভূভাগে তাইওয়ানের পুঁজির বিনিয়োগেরপরিমাণ ২.১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে

২০০৫ সালে চীনের মূলভূভাগ তাইওয়ানের পুঁজি বিনিয়োগে প্রতিষ্ঠিত৩৯০৭টি প্রকল্পঅনুমোদন দিয়েছে , তাইওয়ানের পুঁজির প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২.১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে ।

২৩ জানুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের অর্থনৈতিক বিভাগের প্রধান হো শিচোং পেইচিংয়ে সংবাদদাতাদের বিশেষ সাক্ষাত্কার দেওয়ার সময়ে বলেছেন, দু'তীরের চীনাদের মিলিত প্রয়াসে, ২০০৫ সালে দু'তীরের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে চলেছে । তাইওয়ানের ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ এলাকা থেকে জানা গেছে, প্রধানত চীনের দক্ষিণপূর্বাঞ্চল, মুক্তা নদীর ব- দ্বীপ অঞ্চল , ইয়াং সি নদীর ব- দ্বীপ অঞ্চল আর বোহাই সমুদ্র অঞ্চলে অবস্থিত এবং ধীরে ধীরে চীনের মধ্যপশ্চিমাঞ্চলে দাঁড়িয়েছে । শিল্পের বৈশিষ্ট থেকে জানা গেছে, তথ্য শিল্পের ভিত্তিতে তাইওয়ানের উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পপ্রতিষ্ঠান মূলভূভাগের কাছে হস্তান্তরিত গতি দ্রুততর হয়েছে , সাম্প্রতিক বছরে তাইওয়ানের ব্যবসায়ীদের মূলভূভাগের পুঁজি বিনিয়োগের "হট পয়েন্ট" পরিণত হয়েছে ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মূলভূভাগে তাইওয়ানের ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ দু'তীরের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এবং তাইওয়ান ও মূলভূভাগের অর্থনীতির মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার অনূকুল হবে ।

চীন-যুক্তরাষ্ট্র সংলাপ জোরদার হবে

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও , পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী দাই বিন কুও ২৪ জানুয়ারী পেইচিংয়ে আলাদা আলাদাভাবে সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী রবার্ট বি. জলিকের সঙ্গে সাক্ষাত্ বা বৈঠক করেছেন। সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেছেন, চীন আশা করে, চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক রণনৈতিক সংলাপ জোরদার হবে , যাতে পারস্পরিক সমঝোতা এবং আস্থা বাড়ানো যায় এবং চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীল ও সুষ্ঠুভাবে বিকশিত হয়।

  সাক্ষাত্কালে লি চাও শিং জোর দিয়ে বলেছেন, "স্বাধীন তাইওয়ান" প্রয়াসের বিরোধিতা এবং দমন করা, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। চীন আশা করে , মার্কিন পক্ষ এক চীন নীতি এবং চীন-মার্কিন তিনটি যুক্ত ইস্তাহার অনুসরণ করবে, "স্বাধীন তাইওয়ান" প্রয়াসের বিরোধীতা করার প্রতিশ্রুতি পালন করবে।

  জলিক বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর উচ্চ মানের গুরুত্ব দেয় এবং বিশ্ব শান্তি রক্ষা করা আর অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে চীনের আরো বিরাট ভূমিকা পালনকে স্বাগত জানায়। তিনি পুনরায় ঘোষণা করেছেন, মার্কিন সরকার অব্যাহতভাবে এক চীন নীতিতে অবিচল থাকবে।

২০০৫ সালে চীনের অর্থনীতির বিভিন্ন সূচক স্থিতিশীলভাবে বেড়েছে

২০০৫ সালে চীনের জাতীয় অর্থনীতিতে অব্যাহতভাবে সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় ছিলো, অর্থনীতির বিভিন্ন সূচক স্থিতিশীলভাবে উর্ধ্বমুখী হয়েছে।

২৪ জানুয়ারী চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অর্থনৈতিক বিষয়ক বিভাগের প্রধান জু হোংওয়েই পেইচিংয়ে বলেছেন, ২০০৫ সালে গোটা বছরে চীনের শিল্পের উত্পাদন দ্রুততর উন্নয়নের গতি বজায় রেখেছে, শিল্পপ্রতিষ্ঠানের মূনাফা একটানা তিন বছরে ৩০%-৪০% হারে দ্রুত বৃদ্ধির ভিত্তিতে, এই বছরেও স্থিতিশীল উন্নয়নের পর্যায়ে প্রবেশ করেছে, বৃদ্ধির হার ২০% দাঁড়াবে । সামষ্টিক নিয়ন্ত্রণ নীতি অনুযায়ী, ইস্পাত, অলৌহ ধাতু ইত্যাদি শিল্পে পুঁজির পরিমাণের অতি দ্রুত বৃদ্ধির প্রবণতা ঠাকানো হয়েছে, এর সঙ্গে সঙ্গে কয়লা উত্তোলন,তেল আর প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ বিরাট হারে বৃদ্ধি পেয়েছে ।

২০০৫ সালে চীনের জি ডি পি ৯.৯ শতাংশ বেড়েছে

প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৫ সালে চীনের জি ডি পি ২০০৪ সালের তুলনায় ৯.৯ শতাংশ বেড়ে ১৮ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে ।

চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক লি তে স্যুই ২৫ জানুয়ারী একটি তথ্য-জ্ঞাপন-সভায় এই কথা বলেছেন । তিনি বলেছেন , ২০০৫ সালে চীনের জাতীয় অর্থনীতিতে দ্রুত বৃদ্ধি , সুষ্ঠু ফলপ্রসূতা আর দ্রব্যমূল্যের স্থিতিশীলতার প্রবণতা দেখা দিয়েছে । কৃষিতে আবার বাম্পার ফলন হয়েছে ; শিল্প উত্পাদন স্থিরগতিতে বেড়ে গেছে ; স্থির সম্পদে পুঁজিবিনিয়োগের বৃদ্ধি- হার অব্যাহতভাবে নেমে গেছে; বৈদেশিক বাণিজ্য অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে ; বৈদেশিক পুঁজি কাজে লাগানোর ক্ষেত্রে উন্নত মান বজায় রয়েছে এবং শহর আর গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে ।

বিদেশ ফেরত্ চীনা ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের পরিবেশ আরো সুষ্ঠু হবে

চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান , বিদেশ ফেরত্ চীনা ছাত্রছাত্রীসমিতির চেয়ারম্যান হান ছি তে বলেছেন , চীন বিদেশ ফেরত্ ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্য আরো সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবে ।

২৪ জানুয়ারী হান ছি তে একটি বেতার ভাষণে বলেছেন , চীন স্বতন্ত্র উদ্ভাবনকে দেশের অন্যতম উন্নয়ন-কৌশল বলে ধার্য করেছে । চীন জ্ঞান , বুদ্ধিজীবি আর উদ্ভাবনের প্রতি মর্যাদা প্রদর্শন করার আরো সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবে , যাতে বিদেশ ফেরত্ ছাত্রছাত্রীরা পুরোপুরিভাবে যার যার অবদান রাখতে পারেন । বর্তমানে চীনে বিদেশ ফেরত্ ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্য শুল্কমুক্ত ব্যবস্থা আর সুবিধাজনক গমণাগমণ নীতি ইত্যাদি প্রবর্তন করা হচ্ছে ।

চলতি বছর থেকে চীন সার্বিকভাবে কৃষি শুল্ক বাদ দেবে

চীনের জাতীয় কর ব্যবস্থাপনার কর্মকর্তা সূত্রে জানা গেছে, চলতি বছর থেকে চীনে সার্বিকভাবে কৃষি শুল্ক বাদ দেবে, তাতে ৮০ কোটি কৃষকদের কল্যাণ হবে।

তিনি জানিয়েছেন, গত পাঁচ বছরে চীনে মোট ৪০ বিলিয়নেরও বেশী কৃষি শুল্ক বাদ দেয়া হয়েছে। গত বছরে চীনের ২৮টি প্রদেশে কৃষি শুল্ক বাদ দেয়া হয়েছে। হোপেই,শানতুং ও ইয়ুননান ইত্যাদি প্রদেশে কৃষি শুল্ক পুরোপুরি বাদ দেয়া না হলেও তা কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ২ শতাংশের নিচে নেমে এসেছে।

মহাকাশে শেনচৌ ছয় নভোযানের কক্ষপথ ক্যাবিনের ১০০ দিন

পেইচিংয়ের মহাকাশযান নিয়ন্ত্রণ কেন্দ্র ২৫ জানুয়ারী ঘোষণা করেছে, একই দিন ভোর বেলা পর্যন্ত চীনের শেনচৌ ছয় মনুষ্যবাহী নভোযানের কক্ষপথ ক্যাবিন মহাকাশে স্বাভাবিকভাবে ১০০ দিন উড্ডয়ন করেছে।

  গত ১৭ অক্টোবর শেনচৌ ছয় নভোযানের কক্ষপথ ক্যাবিন প্রত্যাবর্তনকারীক্যাবিন থেকে বিচ্ছিন্ন হয়েছে। প্রত্যাবর্তনকারী ক্যাবিন পরিকল্পনা অনুসারে পৃথিবীতে ফিরে এসেছে, কক্ষপথ ক্যাবিন অব্যাহতভাবে কক্ষপথ থেকে পূর্ব-নির্ধারিত বৈজ্ঞানিক পরীক্ষা চালাচ্ছে।

  এখন শেনচৌ ছয় কক্ষপথ ক্যাবিনের বহন করা বৈজ্ঞানিক অনুসন্ধান যন্ত্রগুলো পর পর সাফল্যের সঙ্গে নানা বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছে এবং বহু বৈজ্ঞানিক উপাত্ত আর প্রাথমিক প্রায়োগিক সাফল্য অর্জন করেছে।

২০০৬ সালে চীন আর ভারতের মধ্যে বেশ কয়েকটি আদান প্রদান হবে

ভারতে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত সুন ইয়্যু শি ২৪ জানুয়ারী নয়াদিল্লীতে চীন-ভারত মৈত্রী বর্ষ- ২০০৬ উপলক্ষে চীনের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন , এবছর উভয় পক্ষ রাজনীতি , প্রতিরক্ষা , অর্থনীতি ও বাণিজ্য আর সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে পঞ্চাশাধিক মৈত্রীপূর্ণআদান -প্রদান চালাবে। এতে দুদেশের সম্পর্কের আরো সম্প্রসারণ ত্বরান্বিত হবে ।

তিনি বলেছেন , রাজনীতি ক্ষেত্রে এবছরের শেষ নাগাদ দুদেশের নেতাদের মধ্যে সফর বিনিময় হবে বলে আশা করা যাচ্ছে । দুদেশের সংশ্লিষ্ট বিভাগ কূটনৈতিক পদ্ধতিতে নির্দিষ্ট তারিখ নির্ধারণের জন্য সংলাপ করছে । অর্থনীতি ক্ষেত্রে দুদেশের রাজধানীতে যথাক্রমে চীন-ভারত শিল্পপতি শীর্ষসম্মেলনের আয়োজন করা হবে । সামরিক ক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চীন সফর করবেন এবং চীনের সংগে প্রতিরক্ষা সহযোগিতা চালাবার বিষয়ে যৌথ সংলাপ করবেন । দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী যৌথভাবে উত্সব পালন আর ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে পারস্পরিক আস্থা বাড়িয়ে দেবে ।

বাংলাদেশে শিশুদের হামের টিকাদান কর্মসূচী আসন্ন

বাংলাদেশের তথ্য মাধ্যম ২৫ জানুয়ারী জানিয়েছে, বাংলাদেশ সরকার এই বছরের ফেব্রুয়ারী থেকে বিরাটাকারের শিশুদের হামের টিকা দান অভিযান চালাবে।

  বাংলাদেশে ৩ কোটি ৩০ লাখ শিশু টিকা নেবে। এবারকার টিকা দান কর্মসূচীর জন্যে প্রয়োজনীয় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার জাতিসংঘ শিশু তহবিল এবং বাংলাদেশ সরকার যৌথভাবে সরবরাহ করবে।

  খবরে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত বিমান কোম্পানি ২৪ জানুয়ারী বাংলাদেশকে ৩০ টন হামের টিকা দিয়েছে। নতুন দফা হামের টিকা এই মাসের শেষ দিকে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছবে।

ভারত-সৌদি আরব শক্তি সম্পদ সহযোগিতা জোরদার করবে

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৭ জানুয়ারী নয়াদিল্লীতে সফররত সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সউদের সঙ্গে "দিল্লী ঘোষণা" স্বাক্ষর করেছেন , যাতে শক্তি সম্পদ ক্ষেত্রে দু'দেশের কৌশলগত অংশিদারি সম্পর্ক জোরদার করা যায় ।

ঘোষণা অনুযায়ী , সৌদি আরব ভারতের তেলের সমৃদ্ধিকরণ , বাজার ও তেলের মজুদ ইত্যাদি ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করতে চায় । দু'দেশের শিল্প প্রতিষ্ঠান যৌথভাবে সৌদি আরবের তেল নিয়ে সারের উত্পাদন উন্নয়ন করতে চায় ।

ঘোষণায় আরও বলা হয়েছে , দু'দেশ ঘনিষ্ঠ সহযোগিতা করে সন্ত্রাস ও আন্তর্দেশীয় অপরাধের দমন করবে , এবং তথ্য প্রযুক্তি , কৃষি , জীবানু প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে ।

পাক নেতারা ভারতের সঙ্গে নিরন্তর সম্পর্কোন্নন চান

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২৫ জানুয়ারী বলেছেন, পাকিস্তান অব্যাহতভাবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কাশ্মির সমস্যাসহ যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করতে ইচ্ছুক।

খবরে প্রকাশ, মুশারাফ ভারতের ৫৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি তারবার্তায় এ কথা বলেছেন।

তাছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তারবার্তা পাঠিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সু-প্রতিবেশী ও বন্ধত্বমূলক সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি আশা করেন, দু'দেশের সার্বিক সংলাপের প্রক্রিয়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করবে।

ফিলিস্তিনের বিধান পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত

ফিলিস্তিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ২৬ জানুয়ারী বিধান পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বিধান পরিষদের ১৩২টি আসনের মধ্যে ৭৬টি আসন পেয়েছে এবং বিপুল ভোটাধিক্যে নির্বাচনে জয়ী হয়েছে।

এরপর ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস একটি সংবাদ সম্মেলনে আবার ঘোষণা করেছেন, তিনি শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনী-ইসরাইলী সশস্ত্র সংঘর্ষ সমাধানের নীতিতে অবিচল থাকেন এবং অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যের শান্তির রোড ম্যাপ পরিকল্পনা মেনে চলবেন। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিনের নতুন সরকারের লক্ষ্য হচ্ছে ইসরাইলের দখলদারিত্বের অবসান এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে নিয়ে ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠা করা।

একইদিন ফিলিস্তিনের স্বশাসন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ কুরেইয়া ইতিমধ্যেই মন্ত্রীসভা ভেঙ্গে দেয়ার কথা ঘোষণা করেছেন।

রাশিয়ার ভুভাগে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনায় আরো বেশী দেশের যোগদানে এ দু'দেশের সম্মতি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ম্যানৌছেহর মোত্তাকি২৮ জানুয়ারী তেহরানে বলেছেন, রাশিয়ার ভূভাগে আরো বেশী দেশের ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনায় অংশ নেবার ব্যাপারে ইরান এবং রাশিয়া রাজী হয়েছে। বর্তমানে আলোচনার জন্যে আরো বেশী সময় দরকার, যাতে আপোস রফা হওয়া যায়।

মোত্তাকিএকইদিনে অনুষ্ঠিত তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, ইরান এবং রাশিয়া এই পরিকল্পনায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়াতে রাজী হয়েছে, কিন্তু কোন কোন দেশ অংশ নেবে, এ বিষয়ে খুটিনাটি বলেন নি।

ইরানের ইসলামি বিপ্লপী প্রতিরক্ষা বাহিনীর সেনাপতি ইয়াহিয়া রাহিম সাফাভি একইদিন বলেছেন, ইরান স্বেচ্ছায় কোনো দেশের উপর আক্রমণ চালাবে না। কিন্তু আক্রন্ত হলে ইরান যাবতীয় কার্যকর উপায়ে রাষ্ট্র সুরক্ষা করবে, এর মধ্যে রয়েছে ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভূক্ত।