বর্তমান, চীনের তুন হুয়াং গবেষণা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা চীনের কানসু প্রদেশের লানচৌ শহরে এক আলোচনা সভায় তুনহুয়াং জাতিগোষ্ঠীর ধর্ম গবেষণা গভীরভাবে উন্নয়ন করার আগ্রহ প্রকাশ করেছেন।
খবরে প্রকাশ, তুনহুয়াংয়ের ধর্ম শাস্ত্র লুকিয়ে রাখার গর্ত থেকে আবিস্কারের তথ্যে প্রচুর জাতীয় হস্তাক্ষর আছে, কিন্তু অতীতে ভাষা ও অক্ষরের বাধার কারণে তুনহুয়াং জাতিগোষ্ঠীর ধর্মের গভীর গবেষণা হয় নি।
গত বছরে, চীনের তুনহুয়াং গবেষণালয় তুনহুয়াং জাতিগোষ্ঠীর ধর্ম ও সংস্কৃতি গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেছে, এর সঙ্গে সঙ্গে অধিক থেকে অধিকতর পন্ডিত এ ক্ষেত্রের গবেষণায় যোগ দিয়েছেন। তুনহুয়াং গবেষণালয়ের মহাপরিচালক মাদাম ফান চিনশি বলেছেন, চীনা-বিদেশী পন্ডিতদের সঙ্গে ব্যাপক আদান-প্রদান ও সহযোগিতার মাধ্যমে, মিলিতভাবে তুনহুয়াং জাতি গোষ্ঠীর ধর্মের গবেষণা উন্নত করবে।
|