চীনে ইয়াংসি নদীর সি ছুয়ান প্রদেশের ই পিন শহর থেকে হুপেই প্রদেশের ই ছাং শহর পর্যন্ত অংশটিকে ছুয়ান চিয়াং বলা হয় । সম্প্রতি চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ছুয়ান চিয়াং হাও চি অর্থাত্ ছুয়ান চিয়াং নদীর মাঝিদের ভাটিয়ালি গানকে চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারেরতালিকাভুক্ত করেছে ।
ছুয়ান চিয়াংয়ের দৈর্ঘ্য এক হাজার কিলোমিটারেরও বেশী । ছুয়ান চিয়াংয়ের ভাটিয়ালি গান বিখ্যাত । কিন্তু ইয়াংসি নদীর নৌপরিবহন ব্যবস্থা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মাঝিদের আর নৌকা টানতে হয় না , তাই ছুয়ান চিয়াং হাও চি বিলুপ্তপ্রায় অবস্থায় রয়েছে ।
জানা গেছে , চীনের সংশ্লিষ্ট বিভাগ ভাটিয়ালি সংগ্রহ করেছে , সাত-আটজন প্রবীণ মাঝির গাওয়া ভাটিয়ালি গান রেকর্ডিং করেছে এবং তাদেরকে গানগুলো নবীনদের শেখাতে উত্সাহ দিয়েছে । চীনের পর্যটন বিভাগ ইয়াংসি নদীর বেশ কয়েকটি দর্শনীয় স্থানে পর্যটকদের মাঝির গান পরিবেশনারও ব্যবস্থা করেছে ।
|