চীনের পিপল্স ডেইলী পত্রিকার একটি খবরে বলা হয়েছে , চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় " আগামীকাল " নামে একটি কর্মসূচী হাতে নিয়েছে । এই কর্মসূচীর কল্যানে ইতিমধ্যে ১৩ হাজার প্রতিবন্ধী শিশু অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়েছে । চীনের অনাথাশ্রমগুলোতে থাকা অর্ধেকেরও বেশী প্রতিবন্ধী শিশু চিকিত্সা পেয়েছে ।
২০০৪ সালে চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় এই পরিকল্পনা চালু করে । জানা গেছে , কিছু হৃদরোগ আক্রান্ত শিশু চিকিত্সার পর সুস্থ হয়েছে , হাত-পা বিকল হয়েছে এমন শিশুদের শিশুরা অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা অনেক উন্নত হয়েছে , তাদের মধ্যে অনেকে অনাথাশ্রম ত্যাগ করে সমাজের বিভিন্ন পরিবারে প্রবেশ করেছে ।
|