ইরান এবং ই ইউ'র প্রতিনিধিত্বকারী ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী ৩০ জানুয়ারী ব্রাসেলসে নতুন দফা ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠান করেছে।
এটি হচ্ছে ১০ জানুয়ারী ইরান পারমাণবিক জ্বালানির গবেষণা আবার শুরু করার পর ই ইউ'র এই তিন দেশের সঙ্গে ইরানের পরমাণু সমস্যা নিয়ে প্রথম আনুষ্ঠানিক আলাপ-পরামর্শ। তথ্যমাধ্যম মনে করে, ইরান সম্প্রতি রাশিয়ার সমঝোতা পরিকল্পনায় কিছু নমনীয়তা প্রকাশ করায় ই ইউ সক্রিয় সাড়া দিয়েছে।
২০ জানুয়ারী ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আসেফি বলেছেন, ইরানের সমস্যা শুধু আলোচনার মাধ্যমে যথাযথভাবে সমাধান করা যাবে। ইরানের পরমাণু সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করলে "বর্তমান পরিবেশের" অবনতি হবে। তিনি বলেছেন, ইরানের প্রতি শাস্তি দেয়ার ফল হবে "ই ইউ ইরানের চেয়ে আরো বেশী চাপ বহন করবে", সেজন্যে ই ইউ'র উচিত আরো ধৈর্যশীলভাবে সংশ্লিষ্ট সমস্যা সমাধান করা।
|