|
|
(GMT+08:00)
2006-01-29 21:35:32
|
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক শাস্তির সম্ভাবন
cri
সাম্প্রতিক দিনগুলোতে জার্মানীর পররাষ্ট্র মন্ত্রী ফ্রান্ক ওয়ালটের স্টেইনমেই হুঁশিয়ারী দিয়ে বলেছেন, যদি ইরান তার পরমাণু পরিকল্পনা নিয়ে বিশ্ব সমাজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে না পারে তাহলে ইরান সম্ভাবত বিশ্ব সমাজের অর্থনৈতিকশাস্তির সম্মুখীন হতে পারে। সম্প্রতি জার্মানীর ডের স্পিয়েগেল সাপ্তাহিক পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি বলেছেন, ইরানের উপর অর্থনৈতিক শাস্তি আরোপের সম্ভাবনা বাতিল করা সমীচিন নয়। ইরানকে জানতেই হবে যে প্রযুক্তি আর অর্থনীতি ক্ষেত্রেইরানকে পশ্চাত্য দেশগুলোর উপর নির্ভর করতে হবে। তিনি আরও বলেছেন, কূটনৈতিক পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যার সমাধানে একমাত্র উপযোগী পথ।
|
|
|