২৮ জানুয়ারী চীনের চান্দ্র নববর্ষের প্রাক্কালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও তৈল ক্ষেত্রের শ্রমিকদের দেখতে গিয়েছেন ।
২৮ জানুয়ারী বিকেলে প্রধানমন্ত্রীওয়েন চিয়া পাও সান তুং প্রদেশের চুন ইউয়ান তৈল ক্ষেত্রে গিয়ে কর্মরত শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন । তিনি তৈল শ্রমিক ও তাদের পরিবারপরিজনদের উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে আলাপ করেছেন । তিনি তাদের উত্পাদন ও জীবনযাত্রার খোজখবর নেন এবং তাদের সঙ্গে বছরের শেষ খাবার খেয়েছেন ।
২০০৩ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী হওয়ার পর ওয়েন চিয়া পাও প্রতি বছরের বসন্ত উত্সবে প্রাথমিক স্তরের জনসাধারণের দেখতে যান। তিনি বসন্ত উত্সবের প্রাক্কালে ৭ শ' মিটার গভীর কয়লা খনিতে নেমে শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন এবং এইডস রোগী দেখতে হোনান প্রদেশে গিয়েছেন ।
|