ফিলিস্তিন ইসলামিক প্রতিরোধ আন্দোলন-- হামাসের রাজনৈতিক নেতা খালিদ মেশাল ২৮ জানুয়ারী বলেছেন , হামাস ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতা করতে চায় , যাতে ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থায় সংস্কার চালানো , ইস্রাইলের বিরোধিতা আর ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠার লক্ষ্য হাসিল করা যায় ।
তিনি সিরিয়ার রাজধানী দামাস্কাসে বলেছেন , ফিলিস্তিনী জনগণকে রক্ষা আর ইস্রাইলের আক্রমণ প্রতিরোধের জন্য হামাস সৈন্য বাহিনী গঠন করবে । ফিলিস্তিনে ইস্রাইলের জবরদখলকে হামাস স্বীকৃতি দেবে না ।
কিন্তু একই দিন ইস্রাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ওলমের্ট হামাস সম্পর্কিত ইস্রাইলী নীতি উত্থাপন করেছেন । তিনি বলেছেন , ইস্রাইলের হামাস সম্পর্কিত নীতিতে তিনটি বিষয় থাকতে হবে । এই তিনটি বিষয় হলো হামাসকে অস্ত্র ছেড়ে দিতে হবে , ইস্রাইলকে ধ্বংস করার লক্ষ্য ত্যাগ করতে হবে এবং ফিলিস্তিন ও ইস্রাইলের মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি গ্রহণ করতে হবে । ইস্রাইলের তত্ত্বাবধায়ক মন্ত্রীপরিষদের প্রতিরক্ষামন্ত্রী মোফাজ বলেছেন , ইস্রাইল হামাসকে বৈধ সংস্থা হিসেবে স্বীকৃতি দেবে না ।
|