চীনের গণব্যাংকের কর্মকর্তা ২৮ জানুয়ারী বলেছেন, বর্তমান মানী লন্ডারিংয়ের বিরুদ্ধে চীনের গণ ব্যাংকের নেয়া ব্যবস্থা নিয়মিত ও ফলপ্রসূ হয়েছে।
চীনের অর্থনীতির অব্যাহত বৃদ্ধি ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক আদান-প্রদানের উন্নয়নের সঙ্গে সঙ্গে, চীনের মানী লন্ডারিং বিরোধী তত্পরতা বাড়ছে এবং তা ব্যাংকিং শিল্প ছাড়াও, ব্যাপকভাবে শেয়ার, বীমা, রিয়্যাল ইস্টেট ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত।
এ কর্মকর্তা বলেছেন, ২০০৬ সালে চীনের গণ ব্যাংক সারা চীনের ব্যাংকিং শিল্প ক্ষেত্রে দেশী ও বিদেশী মুদ্রার একীভূত মানী লন্ডারিং বিরোধী তত্ত্বাবধান, বিশ্লেষণ ও পরিচালনার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। যথাসম্ভব আন্তর্জাতিক মানী লন্ডারিং বিরোধী ব্যাংকিং তত্পরতা বিশেষ কর্মী দলের আনুষ্ঠানিক সদস্য রদবদল করবে।
|