২৯ জানুয়ারী চীনাদের ঐতিহ্যিক নববর্ষ তথা বসন্ত উত্সবের প্রথম দিন। মোবাইল ফোনে এস এম এস বিনিময় বসন্ত উত্সবের শুভেচ্ছা জানানোর প্রধান পদ্ধতি হয়েছে। পরিসংখ্যানে প্রকাশ, বসন্ত উত্সবের সাত দিনের ছুটিতে সারা চীনে প্রায় ১২ বিলিয়ন এস এম এস বিনিময় হয়েছে।
মোবাইলের সংক্ষিপ্ত তথ্য অর্থাত্ এস এম এস সুবিধাজনক, সস্তা এবং যে কোনো সময়ে পাঠাতে ও গ্রহণ করতে পাড়া ইত্যাদি বৈশিষ্ট্যের জন্যে চীনা উত্তম যোগাযোগ পদ্ধতি হয়ে পড়েছে। ২০০৫ সালে ৩০০ বিলিয়নের বেশী এস এম এস বিনিময় হয়েছে, যা ছয় বছর আগের ৩০০ গুণের বেশী।
২০০৫ সালের শেষ দিকে চীনে ৩৯.৩কোটি লোক মোবাইল ফোনের গ্রাহক ছিলেন অর্থাত্, প্রতি এক শো জনের ৩০.৩টি জনের মোবাইল ছিল।
|