১১ বছর আগে চীনের সাবেক প্রসিডেন্ট চিয়াং জেমিন তাইওয়ান সম্পর্কে যে ৮ দফা প্রস্তাব উত্থাপন করেছেন হংকং ও ম্যাকাওয়ের বিশিষ্ট ব্যক্তিরা নানা ক্ষেত্রে তার প্রশংসা করেন । তারা মনে করেন যে, ৮ দফা প্রস্তাব "শান্তিপূর্ণ একায়ন ও এক দেশে দুই ব্যবস্থা" নীতিকে সার্বিকভাবে বর্ণনা করেছে । এটা গোটা চীনা জনগণের অভিন্ন আশা আকাঙক্ষার প্রতিনিধিত্ব করেছে বলে এপর্যন্তও বাস্তব তাত্পর্যসম্পন্ন ।
চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান , হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সাবেক প্রশাসক তুং চিয়েনহুয়া বলেছেন , চিয়াং জেমিনের ৮ দফা প্রস্তাব এবং গত বছরে প্রেসিডেন্ট হুচিনথাওয়ের ৪ দফা প্রস্তাব দুই-ই এক চীন নীতিকে প্রথম স্থানদিয়েছে । এ থেকে প্রমাণিত হয়েছে যে , দুপারের সম্পর্ক উন্নয়ন ও মাতৃভূমির শান্তিপূর্ণ একায়ন বাস্তাবায়নের ভিত্তি ও পূর্ব শর্ত হিসেবে এক চীন নীতি বরাবরই অপরিবর্তিত থাকবে
চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান , ম্যাকাওয়ের বিশিষ্ট ব্যক্তি মা ওয়ানছি মনে করেন যে , চিয়াং জেমিনের ৮ দফা প্রস্তাব দুপারের সম্পর্ক উন্নয়ন ও মাতৃভূমির একায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । এর শক্তিশালী বাস্তব তাত্পর্য আছে ।
|