v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-31 19:40:48    
বানর রাজা সুন উখোং (২৮)

cri
    কিছুক্ষণের মধ্যে দেবি এবং উখোং হোং ইং গুহার কাছে এলেন । আশে পাশের পশু পাখি মানুষ সরিয়ে দিয়ে দেবি উল্টে ধরলেন বোতল । দেখতে দেখতে অথৈ সমুদ্রে ডুবে গেলো সব ।

    দেবি উখোং-এর বাম হাতের তালুতে "মায়া" লিখে দিলেন । বললেন , দানবের সঙ্গে যুদ্ধে যাও । তবে পরাজিত হওয়ার ভান করো । যেনো সে বাইরে আসে । উখোং গুহার সামনে গেলো । লাল কুমার দানবও বেরিয়ে এলো । সঙ্গে সঙ্গে শুরু হলো যুদ্ধ । উখোং হেরে যাওয়ার ভান করলো । দেবির নির্দেশ মতো । দানব তখন তাকে ধাওয়া করতে করতে গুহার বাইরে এলো ।

    গুহার বাইরে এসে উখোং তার হাতে লেখা "মায়া" শব্দটা দানবকে দেখালো । দানব তখন বিভ্রান্ত হলো । এদিকে উখোং-কে ধাওযা করতে গিয়ে  একেবারে দেবির সামনে পড়লো দানব ।

    হুং হায়া তার বর্শা দেবির দিকে ছুঁড়ে মারলো । দেবি পদ্মফুল ফেলে আলো হয়ে আকাশে উঠে গেলেন । খুশি হয়ে পদ্মফুলের উপর বসে পড়লো দানব । দেবি মন্ত্র পড়লেন । সঙ্গে সঙ্গে ফুল অদৃশ্য হয়ে তা একটা ছুরিতে পরিণত হলো । দানবের পায়ে সেই ছুরি বিদ্ধ হলো এবং পা থেকে পড়তে লাগলো । সে দুর্বল হয়ে পড়লৌ খুব দ্রুত ।

    অবশেষে লাল দানব সব দোষ স্বিকার করে দেবির আছে ক্ষমা চাইলো । বললো যে সে বৌদ্ধধর্ম গ্রহণ করবে । এবং আর কারো কোনো ক্ষতি করবো না । দেবি তাকে ক্ষমা করলেন । তার নাম দিলেন লক্ষ্মি ছেলে । পায়ের ছুরিও মন্ত্র পড়ে তুলে নিলেন । কিন্তু পায়ের ছুরি উঠিয়ে নিতেই দানব আবার দেবিকে আক্রমণ করলো । বোঝা গেলো বৌদ্ধ ধর্ম গ্রহণের কথাটা ছিলো দানবের ছল । এবার দেবি পাঁচটা বালা দানবের দিকে ছুঁড়ে দিলেন । দুটো বালা পড়লো দানবের হাতে । দুটো পায়ে এবং একটা মাথায় ।

    দেবি মন্ত্র পড়তেই বালাগুলো দানবের গায়ে কষে বসে গেলো । যন্ত্রণায় কাতর হয়ে আবার আকুল হয়ে ক্ষমা চাইলো দানব । দেবি মন্ত্র পড়া বন্ধ করলেন । ব্যথা কম গেলো তার । আবার অন্য রকম মন্ত্র পড়ে দেবি দানবকে হাত জোড় করতে বললেন । দানব জোড়হাত করতেই দুই হাত যুক্ত হয়ে গেলো তার । কাতর হয়ে সে বারবার ক্ষমা চাইলো । দেবি এবারও তাকে ক্ষমা করলেন এবং শিষ্য করে নিলেন । তারপর সমস্ত পানি আবার বোতলে বরে লাল কুমার দানবকে সঙ্গে নিয়ে চলে গেলেন ।

    উখোং আর ভিক্ষু শা গুহার ভেতরে গিয়ে সমস্ত খুদে দানবকে হত্যা করে আচার্য আর চু-কে উদ্ধার করলো । কেটে গেলো সব বিপদ । লাল কুমার দানবের হাত থেকে সবাই রক্ষা পেলো ।

    আবার সবাই রওনা হলো পশ্চিম দেশের পথে । পথের ডাকে তারা শুধুই চলে । কোথাও থেমে যেতে পারে না ।

    আচার্য ও তাঁর শিষ্য পথ চলছেন । কতোদিন কতো বছর যে চলে গেলো তার হিসেব নেই । চলার পথে একদিন বেশ হট্টগোল শোনা গেলো । দুর থেকে ভেসে আসছিলো আওয়াজ । উখোং এক লাফে আকাশে উঠে দেখলো শহরের বাইরে বহু বৌদ্ধ সন্যাসি একটা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে । আর দুজন তাও সন্যাসি তাদের খবরদারি করছে । উখোং তাও সন্যাসির রূপ নিয়ে ঐ দুই স্যাসির কাছ থেকে জানতে পারলো যে এই রাজ্যের নাম ছেছি । বিশ বছর যাবত এই রাজ্যে এক ফোঁটাও বৃষ্টি হয়নি । তাও রাজা বৌদ্ধ সন্যাসিদের বৃষ্টি নামানোর নির্দেশ দেন । কিন্তু কয়েক রাত মন্ত্র পড়েও তারা বৃষ্টি আনতে পারেনি । হঠাত্ আকাশ থেকে তিন জন তাও সন্যাসি -বাঘদেব , হরিণদেব আর ছগলদেব এসে বৃষ্টি নামায় । রাজা সন্তুষ্ট হয়ে রাজগুরু নিযুক্ত করেন তাদের । এছাড়াও রাজা মন্দিরের সব বুদ্ধমুর্তি ভাঙার আদেশ দেন । শুধু তাই নায় , রাজ্যের যতো বৌদ্ধ এবং তাও সন্যাসি আছে , সবাইকে দাস নিযু্ক্ত করেন ।